ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৮ অক্টোবর ২০২৫
বাংলা : ১৩ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের চিফ অফিসার স্বপন রোজারিওর বোন আলবিনা রোজারিও আর নেই

ঢাকা ক্রেডিটের চিফ অফিসার স্বপন রোজারিওর বোন আলবিনা রোজারিও আর নেই

0
519

ডিসিনিউজ ॥ ঢাকা

ঢাকা ক্রেডিটের চিফ অফিসার স্বপন রোজারিওর বোন আলবিনা রোজারিও আর নেই। ১১ আগস্ট দুপুরে অসুস্থাবস্থায় তিনি গাজীপুরের কালীগঞ্জের তুমিলিয়ার হাড়িখোলার গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। এর আগে ৮ আগস্ট তাঁর বড়ো ভাই তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর প্রাক্তন ভাইস-চেয়ারম্যান ম্যানুয়েল রোজারিও মারা যান।

চির কুমারী আলবিনা রোজারিও হাড়িখোলার মৃত আব্রাহাম রোজারিও ও মৃত ভেরনিকা কোড়াইয়ার সন্তান। আলবিনা ছিলেন নয় ভাই বোনের মধ্যে দ্বিতীয়।

পেশা জীবনে তিনি ছিলেন একজন নার্স। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি নার্স হিসেবে সেবা দিয়েছেন দীর্ঘদিন।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী।

আলবিনা রোজারিওর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা এবং ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁর বলেন, ‘আমরা আলবিনা রোজারিওর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করি। তাঁর আত্মার মঙ্গল কামনা করি ও তাঁর শোকার্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা।’

বিকালে তুমিলিয়া গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগের পর গির্জার কবরস্থানে তাঁর মৃতদেহ কবরস্থ করা হয়।