শিরোনাম :
ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতনের পিতা পল কোড়াইয়া আর নেই
ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়ার পিতা পল কোড়াইয়া মারা গেছেন।
১৩ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৯টায় তিনি পুরান তুইতালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর।
পল কোড়াইয়া দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে চাকরি করেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সৎ, দানশীল, দায়িত্ববান, ¯েœহপ্রবণ, মিষ্টভাষী এবং সুন্দর মনের মানুষ। তিনি ছিলেন আদর্শ পিতা। অবসর গ্রহণের পর তিনি ধর্মীয় এবং সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্যা আত্মীয়-স্বজন।
পল কোড়াইয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা এক শোকবার্তায় বলেন, ‘ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়ার পিতার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি।’
আজ ১৪ অক্টোবর বুধবার সকালে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিওসহ সমিতির কয়েকজন কর্মকর্তা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের উদ্দেশ্যে পুরান তুইতাল রওনা হয়েছেন। আজ দুপুর ১২টায় তুইতাল ধর্মপল্লীতে অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের পর তাঁর মরদেহ সমাহিত করা হবে।