ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নতুন সদস্য হলেন ৩৭ যুবক-যুবতী

ঢাকা ক্রেডিটের নতুন সদস্য হলেন ৩৭ যুবক-যুবতী

0
1234
ঢাকা ক্রেডিটের নতুন সদস্য হলেন ৩৭ যুবক-যুবতী ডিসি নিউজ, ঢাকা:

|| ডিসি নিউজ, ঢাকা ||
আজ (৩০ জুলাই) দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর নতুন সদস্য পদ লাভ করেছেন ৩৭ জন যুবক-যুবতী।
সন্ধ্যায় প্রি-মেম্বারশীপ ক্লাসে অংশ নিয়ে তারা ঢাকা ক্রেডিটের ইতিহাস, প্রকল্পসমূহ সম্পর্কে ধারণা লাভ করেছেন। তাদের প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার ইনচার্জ সোহেল রোজারিও ও মেম্বারশীপ কেয়ার বিভাগের সহকারী ম্যানেজার ইনচার্জ শিল্পী দেশাই।
প্রি-মেম্বারশীপ ক্লাসে নতুন সদস্যদের উদ্দেশে সোহেল বলেন, ‘ঢাকা ক্রেডিট থেকে ঋণ নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন, উচ্চশিক্ষার জন্য ঋণ নিতে পারেন। নিজেদের জীবন-মান উন্নয়নে আশা করি ঢাকা ক্রেডিটের সুযোগ- সুবিধাগুলো গ্রহণ করবেন।’

আরো পড়ুন: তেজগাঁও গির্জায় নিরাপত্তা বৃদ্ধি, স্থাপন করা হলো আর্চওয়ে

জয়পুরহাটের কাকলী সরেন ঢাকায় নাসিং পেশার সাথে জড়িত। তিনি আজ এসেছিলেন ঢাকা ক্রেডিটের সদস্যপদ লাভ করতে। তিনি ডিসিনিউজকে বলেন, ‘সমবায়ের সুযোগ সুবিধাগুলো সম্বন্ধে আজ আমি অনেক কিছু জানতে পেরেছি। আমি আজ থেকে ঢাকা ক্রেডিটে সঞ্চয় শুরু করবো।’ এ ছাড়া তিনি প্রি-মেম্বারশীপ ক্লাসের মাধ্যমে ঢাকা ক্রেডিটের পটভূমি, বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্প সম্পর্কে জেনেছেন।
ময়মনসিংহের হালুয়াঘাটের জুয়েল নেংওয়া ডিসিনিউজকে বলেন, ‘আমার ইচ্ছা আছে ভবিষ্যতে ঢাকা ক্রেডিট থেকে ঋণ নিয়ে ব্যবসার করার। আমার কাছে মনে হয়েছে, ব্যবসার করার জন্য ঢাকা ক্রেডিট থেকে সহজে ঋণ পাওয়া যায়।’
প্রসঙ্গত, ঢাকা ক্রেডিট দেশের বৃহত্তম সমবায় প্রতিষ্ঠান। ১৯৫৫ খ্রিষ্টাব্দে শুরু হয়ে ৬৪ বছর যাবৎ এর কার্যক্রম সফলতার সাথে চলছে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪০ হাজারের অধিক।

এসসি/আরপি/০৭/২০১৯

সফল রেন্ট-এ কার ব্যবসায়ী আলফ্রেডের গল্প

টিনের ঘর থেকে অট্টালিকা

ঘরে বসে অনলাইনে আয় করছেন খ্রীষ্টিনা

খেলাপী ঋণের অসুবিধা