শিরোনাম :
ঢাকা ক্রেডিটের নতুন সদস্যপদ প্রত্যাশিতদের নিয়ে শিক্ষা সেমিনার
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের নতুন সদস্যপদ প্রার্থীদের নিয়ে শিক্ষা সেমিনারের আয়োজন করা হয়।
২৩ জানুয়ারি, বিকাল ৪টায় ঢাকা ক্রেডিটে নতুন সদস্য পদ গ্রহণকারী প্রায় ২০জন সদস্যকে নিয়ে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়াসহ ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ ও কর্মীবৃন্দ।
এ সময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট নতুন সদস্যদের একজন আদর্শ সদস্য হওয়ার আহ্বান জানান। তিনি নতুন সদস্যপদ গ্রহণকারীদের একজন আদর্শ সমবায়ী হওয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেন।
ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট, প্রকল্পসহ নানা বিষয় নিয়ে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি বিস্তারিত আলোচনা করেন।