ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত বোর্ডকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সমবায়ের ডিজির

ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত বোর্ডকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সমবায়ের ডিজির

0
593

ডিসিনিউজ || ঢাকা
আজ ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত বোর্ডের একটি প্রতিনিধি দল সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো: আমিনুল ইসলামের সাথে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন। এই সময় সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো: আমিনুল ইসলাম ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দকে আশ্বাস দিয়ে বলেন, ‘আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা দিবো, সহযোগিতা দিচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো।’
সমবায় অধিদপ্তরে ঢাকা ক্রেডিটের পক্ষে একটি কেক নিয়ে যাওয়া হয়। সমবায়ের অফিসার ও ঢাকা ক্রেডিটের বোর্ড কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন মো: আমিনুল ইসলাম। তিনি ঢাকা ক্রেডিটের কর্মকর্তাদের বলেন, ‘আপনারা আমাদের জন্য কেক নিয়ে এসেছেন। এটা একটা ভালো সংস্কৃতি। আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই।’
এ সময় ঢাকা ক্রেডিটের নবনিযুক্ত প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো: আমিনুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাদের ঢাকা ক্রেডিটের ৪২ হাজার সদস্যের পক্ষে ও নবনির্বাচিত বোর্ডের পক্ষে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সমবায়ের মাধ্যমে সর্ব প্রথম ৩০০ বেডের হাসপাতাল- ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল নির্মাণ কাজ শুরু করেছি, আপনাদের সকলের সহযোগিতায় আমাদের নির্মাণ কাজ শেষ করে হাসপাতালের মাধ্যমে সেবা দিতে চাই। আগামী তিন বছরে আপনাদের সহযোগিতা চাই যেন সমবায় আন্দোলনকে আরো বেগবান করতে পারি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, ডিরেক্টর সজল যোসেফ গমেজ, সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন) রুহুল আমিন, অতিরিক্ত নিবন্ধক মো. আসাদুজ্জামান, ইপিপি, অতিরিক্ত নিবন্ধক অঞ্জন কুমার সরকার, যুগ্ম নিবন্ধক ঢাকা বিভাগ মৃনাল কান্তি বিশ্বাস, যুগ্ম নিবন্ধক আব্দুল মজিদ, উপ-নিবন্ধক মো. জিল্লুর রহমান ও উপ-নিবন্ধক (প্রশাসন) নূর-ই-জান্নাত প্রমুখ।