শিরোনাম :
ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে সদস্যদের মাঝে ফলদ-বনজ-ঔষধী চারা বিতরণ
ডিসিনিউজ ।। গাজীপুর। সাভার
পোপ ফ্রান্সিস কর্তৃক ঘোষিত ‘লাউদাতো সি’ বর্ষে ও মুজিব বর্ষে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আ সাড়া দিয়ে ঢাকা ক্রেডিট ২ লক্ষ ২০ হাজার বৃক্ষরোপনের উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় ঢাকা ক্রেডিট সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী চারা বিতরণ করেছে।
৬ নভেম্বর ঢাকা ক্রেডিটের উদ্যোগে তুমিলিয়া, নাগরী, পাগার ও সাভারে একযোগে সদস্যদের মাঝে চারা বিতরণ করা হয়। সেই সাথে রাঙ্গামাটিয়া ক্রেডিট ও ঢাকা ক্রেডিট সেবা কেন্দ্র প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় তুমিলিয়া ক্রেডিটের হলরুমে ঢাকা ক্রেডিটের সদস্যদের মাঝে চারা বিতরণ করা হয়।
এ সময় প্রেসিডেন্ট পংকজ বলেন, ‘খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস ধরিত্রী মাতাকে বাঁচাতে এই বছর ‘লাউদাতো সি’ হিসেবে ঘোষণা করেছেন। এ ছাড়াও মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। ঢাকা ক্রেডিট এই মহান উদ্যোগের অংশীদার হয়ে ২ লক্ষ ২০ হাজার বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেছি। এরই অংশ হিসেবে আজ থেকে আমরা সদস্যদের মাঝে চারা বিতরণ শুরু করেছি। আমাদের বৃক্ষরোপনের কার্যক্রম চলবে ২০২১ সালে মে মাস পর্যন্ত।
‘আমরা যেমন ধরিত্রী মাতাকে আঘাত করেছি, তেমনি বিভিন্ন পরিবেশগত প্রতিকূলতাও সৃষ্টি হচ্ছে। ‘ন্যাচারাল জাস্টিজ’ একটা বিষয় রয়েছে। বৃক্ষ নিধন করে আমরা পরিবেশের ক্ষতি করলে, পরিবেশও তার বিচার করবে। তাই বিভিন্ন সময় আমরা পরিবেশগত বিপর্যয় লক্ষ্য করেছি। তাই আমাদের ধরিত্রী মাতাকে রক্ষা করতে হলে বৃক্ষরোপনের বিকল্প নাই’ বলেন প্রেসিডেন্ট পংকজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সেন্ট মেরিস গালর্স হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার বীনা খ্রিষ্টিনা এসএমআরএ, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা বাদল বেঞ্জামিন রোজারিও, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর সজল যোসেফ গমেজ , ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ, সুপারভাইজরি কমিটির সদস্য ষ্টেলা হাজরা, তুমিলিয়া ক্রেডিটের সিইও স্বপন এস রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রোগ্রাম ও প্রটোকল ম্যানেজার স্বপন রোজারিওসহ আরো অনেকে।
এরপরই প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে রাঙ্গামাটিয়া ক্রেডিট প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এ সময় রাঙ্গামাটিয়া ক্রেডিটের চেয়ারম্যান প্রবীন ডমিনিক কস্তাসহ পরিচালনা পর্ষদ উপস্থিত ছিলেন।
পাগার সেবা কেন্দ্রে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার নেতৃত্বে চারা বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর পাপড়ী প্যাট্রিশিয়া আরেং, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস’র ন্যাশনাল জেনারেল সেক্রেটারি নিপুন সাংমাসহ ঢাকা ক্রেডিটের উপদেষ্টা ও সদস্যবৃন্দ। এদিন সেবা কেন্দ্র প্রাঙ্গনে সকলে বৃক্ষরোপন কার্যক্রমে অংশ নেয়।
এ দিন নাগরীর পুরাতন গির্জার প্রঙ্গণে ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজের উপস্থিতিতে চারা বিতরণ করা হয়। ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর সলোমন আই. রোজারিও, মনিকা গমেজ, আনন্দ ফিলিপ পালমা, ক্রেডিট কমিটির সেক্রেটারি জনি এস. গমেজ, ঢাকা ক্রেডিটের পরামর্শক শীরেন সিলভেস্টার গমেজসহ ঢাকা ক্রেডিটের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
সাভার সেবাকেন্দ্রে ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও-এর নেতৃত্বে চারা বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ধরেন্ডা ক্রেডিটের চেয়ারম্যান মাইকেল জন গমেজ, সিস্টার সরলা ক্রুজ ওএসএল, সাভার ওয়াইএমসিএ-এর সেক্রেটারি রনেল ফ্রান্সিস কস্তাসহ আরো অনেকে।