শিরোনাম :
ঢাকা ক্রেডিটের প্রাক্তন সেক্রেটারি রবীন রোজারিও চলে গেলেন না ফেরার দেশে
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর প্রাক্তন সেক্রেটারি (১৯৯৩-১৯৯৬) রবীন রোজারিও (স্যার) চলে গেছেন না ফেরার দেশে।
আজ (২৩ মার্চ) সকাল পৌনে ৮টায় গুলশান কিউর হাসপাতালে অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। জন্ম সূত্রে তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ থানার দড়িপাড়া গ্রামের অধিবাসী।
পেশাগত জীবনে তিনি ছিলেন একজন সুনামধন্য শিক্ষক। শিক্ষক হিসেবে লক্ষ্মীবাজার সেন্ট গ্রেগরী হাইস্কুল, সেন্ট সিলভেস্টার টিউটোরিয়াল (প্রতিষ্ঠাতা), নাগরী সেন্ট নিকোলাস হাইস্কুলে সেবাদান করেন। এছাড়া তিনি তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রাক্তন সেক্রেটারি, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর প্রাক্তন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।
এছাড়া একজন সমাজ সেবক হিসেব তার যথেষ্ঠ সুনাম রয়েছে।
শ্রদ্ধেয় রবীন স্যারের মৃতদেহ আগামি সোমবার (২৫/০৩/২০১৯) সকাল ৮.৩০ মিনিটে দড়িপাড়া গির্জায় এবং বিকাল ৫ টায় লক্ষ্মীবাজারে নেয়া হবে এবং মঙ্গলবার (২৬/০৩/২০১৯) তেজগাঁও গির্জায় ১১টায় খ্রীষ্টযাগের পর তেজগাঁও কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
তাঁর মৃত্যুতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ এবং সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা চল্লিশ হাজার সদস্যের পক্ষে সমবেদনা জানিয়েছেন।