ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর চম্পা বার্ণাডেট গমেজের স্বামী দিলীপ গমেজ আর নেই

ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর চম্পা বার্ণাডেট গমেজের স্বামী দিলীপ গমেজ আর নেই

0
476

|| ডিসিনিউজ ডেস্ক ||

ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর চম্পা বার্ণাডেট গমেজের স্বামী দিলীপ গমেজ আর নেই।

৬ ফেব্রুয়ারি আমেরিকায় নর্থ ক্যারোলিনার ডিউক হাসপাতালে অসুস্থাবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

দিলীপ গমেজ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে দীর্ঘ এক মাস ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। তাঁর স্থায়ী নিবাস আঠারগ্রামের বড় গোল্লা ধর্মপল্লী।

তাঁর মৃতুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা বলেন, ‘আমরা ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর চম্পা বার্ণাডেট গমেজের স্বামী দিলীপ গমেজের মৃত্যুতে গভীর শোক জানাই। শোকার্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা। পিতা ঈশ^রের নিকট প্রার্থনা করি, প্রয়াত দিলীপ গমেজের আত্মা যেন চিরশান্তি লাভ করে।’