ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট অরুণ বার্নাড ডি’কস্তাকে শ্রদ্ধা ভরে স্মরণ

ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট অরুণ বার্নাড ডি’কস্তাকে শ্রদ্ধা ভরে স্মরণ

0
240

ডিসিনিউজ ॥ ঢাকা

ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অরুণ বার্নাড ডি’কস্তার ৫ম মৃত্যু বার্ষিকী ছিল গতকাল (২১ জুন)। তাঁর মৃত্যু বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ ব্যবস্থাপনা পরিষদের সদস্যগণ। তাঁরা বলেন, অরুণ বার্নাড ডি’কস্তা দেশের সমবায় আন্দোলনে রেখে গেছেন অনেক অবদান। তাঁর ত্যাগ, আদর্শ সমবায় অঙ্গনের মানুষ মনে রাখবে দীর্ঘদিন।

২০১৬ সালের ২১ জুন দুপুর ১২টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি ৪০ বছর ধরে তাঁর গতিশীল নেতৃত্বের মাধ্যমে ঢাকা ক্রেডিটে একনিষ্ঠ সেবা দিয়েছেন। মোট তিনটি মেয়াদে (১৯৯৯-২০০২, ২০০২-২০০৫ এবং ২০১১-২০১৪ পর্যন্ত) নয় বছর তিনি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তা ছাড়াও তিনি ঢাকা ক্রেডিটে পর্যায়ক্রমে ম্যানেজার ও ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ঢাকা ক্রেডিটে উপদেষ্টা হিসেবে অবদান রেখে যান।

১৯৯৭ খ্রিষ্টাব্দে সমবায়ে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সমিতির প্রয়াত প্রেসিডেন্ট অরুণ বার্ণার্ড ডি’কস্তা জাতীয় শ্রেষ্ঠ সমবায় পুরস্কারে ভূষিত হন।

প্রয়াত প্রেসিডেন্ট ডি’কস্তা ঢাকার মহাখালী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর ম্যানেজার এবং গাজীপুর জেলার রাঙ্গামাটিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ম্যানেজার ও ডিরেক্টর হিসবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও তিনি তেজগাঁও প্যারিশ কাউন্সিলের কাউন্সিলর, মহাখালী খ্রীষ্টান কল্যাণ সমিতির প্রেসিডেন্ট, খ্রীষ্টান কল্যাণ সমিতির প্রেসিডেন্ট এবং ডিরেক্টর-এর দায়িত্ব পালন করেন।