ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট-সেক্রেটারির সাথে ত্রিপুরা খ্রিষ্টান নেতৃবৃন্দের সাক্ষাৎ

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট-সেক্রেটারির সাথে ত্রিপুরা খ্রিষ্টান নেতৃবৃন্দের সাক্ষাৎ

0
1024

ডিসিনিউজ ॥ ঢাকা

ঢাকায় অবস্থানরত পাবর্ত্য চট্টগ্রামের ত্রিপুরা খ্রিষ্টান নেতৃবৃন্দ ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

 ৪ সেপ্টেম্বর ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে সমিতির প্রেসিডেন্টের কক্ষে সাক্ষাৎকালে ত্রিপুরা খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষে উপস্থিত ছিলেন নয়ানগর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও ত্রিপুরা সমবায় সমিতির সভাপতি জয় ত্রিপুরা, ঢাকায় অবস্থানরত পাবর্ত্য চট্টগ্রামের ত্রিপুরা খ্রিষ্টান নেতা ক্লেমেন্ট ত্রিপুরা, মার্টিন ত্রিপুরা, ত্রিপুরা সমবায় সমিতির সহ-সভাপতি জন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা খ্রীষ্টান স্টুডেন্ট এসোসিয়েশনের ঢাকা মহানগর শাখার সভাপতি গৌরব ত্রিপুরা, সেক্রেটারি জনি ত্রিপুরা, সিনিয়র সহ-সভাপতি রনি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রুদ্র ত্রিপুরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন যোসাই ত্রিপুরা, সেলেষ্টিন ত্রিপুরা, হাসিরাং ত্রিপুরা, মিলন ত্রিপুরা, ঢাকা ক্রেডিটের আইনবিষয়ক পরামর্শক অ্যাডভোকেট শাহীন বেপারী প্রমুখ।

নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।