শিরোনাম :
ঢাকা ক্রেডিটের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
“দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আগামী ১লা জুন, ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার হতে ১৫ জুন, ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্র সকাল ১০:০০ মি: থেকে বিকাল ৪:০০ মি: পর্যন্ত (শুক্রবার দিন ব্যতীত) বিরতিহীনভাবে অফিসের কার্যক্রম চলবে। সদস্যসহ সংশ্লিষ্ট সকলে অফিসে আসার পূর্বে নিম্নলিখিত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি।
১. একান্ত প্রয়োজন না হলে সদস্যগণ যেন সমিতিতে না এসে ঘরে থাকেন।
২. পরিবারের পক্ষ থেকে একজনের মাধ্যমে সেবা গ্রহণ করা।
৩. হেন্ড গ্লাভস ও মাস্ক পরিধান করা।
৪. অফিসে প্রবেশমুখে রক্ষিত জীবানুনাশক দিয়ে হাত পরিষ্কার করা।
৫. অফিসে কমপক্ষে ১ মিটার দূরত্ব বজায় রাখা।
৬. কাজ শেষে হলে দ্রুততম সময়ে অফিস ত্যাগ করা।
উল্লেখ্য যে, অফিসে আসার সময় অবশ্যই সঞ্চয়ী, ক্রেডিট, চেকবই ও সমিতির আইডি কার্ড নিয়ে আসতে হবে।
করোনা (কোভিড-১৯) থেকে মুক্ত থাকার জন্য ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
উল্লিখিত বিষয়ে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।