ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের শিক্ষা সফর ২০১৯

ঢাকা ক্রেডিটের শিক্ষা সফর ২০১৯

0
1492

ডিসি নিউজ:
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকার (ঢাকা ক্রেডিট) কর্মকর্তা-কর্মী ও তাদের পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো শিক্ষা সফর ২০১৯।
২২-২৪ আগস্ট মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা-বাগানে অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে অনুষ্ঠিত শিক্ষা সফরে ঢাকা ক্রেডিটের কর্মকর্তাসহ প্রায় চার শতাধিক কর্মী ও তাদের পরিবারের সদস্য মিলিত হন।
ব্যস্তময় কর্মজীবন থেকে দূরে গিয়ে সবাই পেয়েছেন বিনোদনের ছোঁয়া। পাহাড়ের গায়ে অপরূপ সৌন্দর্যের চা-বাগান ঘুরে বেড়িয়েছেন। রিসোর্টের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন সবাই। উদ্দীপিত হয়েছেন সকল কর্মী।
ঢাকা ক্রেডিটে সেবা দিচ্ছেন ২৪ বছর ধরে সাপোর্ট স্টাফ মুঞ্জু পিরিছ । স্বামী ও ছেলেসহ শিক্ষা সফরে গিয়ে মুগ্ধ হয়েছেন তিনি। তিনি ডিসি নিউজকে বলেন, ‘খুব ভালো লেগেছে শিক্ষা সফরে গিয়ে। সেখানে গিয়ে দেখেছি চা-বাগান, কীভাবে চা উৎপাদন হয় তা-ও দেখেছি। শ্রীমঙ্গল গির্জা পরিদর্শন করেছি।’ তার মতো অনুপ্রণিত হয়েছেন অন্যান্য কর্মীও।
শিক্ষা সফরের দ্বিতীয় দিন সন্ধ্যায় ছিলো কর্মকর্তা, উপদেষ্টা ও কর্মীদের নিয়ে উন্নয়ন পরিকল্পনা সভা। এরপর অনুষ্ঠিত হয় পরিচিতি পর্ব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে বক্তব্যে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ কর্মী ও তাদের পরিবারের সদ্যস্যদের উদ্দেশে বলেন, ‘ঢাকা ক্রেডিট মানে সুখি পরিবার। ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে আমরা সুখি পরিবার গঠন করার প্রয়াস চালিয়ে যাচ্ছি।’
তিনি উল্লেখ করেন, ঢাকা ক্রেডিট একটি বৃহৎ পরিবার। এই সমিতি ৪০ হাজার সদস্যের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। মানুষের নিকট ঢাকা ক্রেডিট একটি আস্থার জায়গা ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, ‘দুইদিন আমরা সহকর্মী ও পরিবারের সদস্যদের সাথে কাটিয়েছি। আগামীকাল আমরা কর্ম জীবনে ফিরে যাবো। ঢাকা ক্রেডিটের সদস্যদের আরো ভাল সেবা দেওয়ার জন্য এই সময়টুকু আমাদের আগামী দিনগুলোতে প্রেরণা দিবে।’
সাংস্কৃকিত সন্ধ্যার পূর্বে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট সমিতির কার্যক্রম, পরিকল্পনা সকলের নিকট তুলে ধরেন।
বক্তব্য পর্বে ঢাকা ক্রেডিটের সহকারী প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও বলেন, ‘এই শিক্ষা সফরটা আমাদের পরস্পরকে জানতে সাহায্য করেছে। অনেকেই আমরা ঢাকা ক্রেডিটের কর্মকর্তাদের চিনতাম না, শিক্ষা সফরের মাধ্যমে আমরা চিনতে পারলাম। আমরা আরো নতুন উদ্যোম নিয়ে কাজ করার জন্য প্রেরণা পেয়েছি।’
তিনি বলেন, শিক্ষা সফর সামনের দিকে এগিয়ে যেতে কর্মীদের সাহায্য করবে।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও উপদেষ্টা তথা বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা ক্রেডিটের পরামর্শক উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সমিতির ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, ঢাকা ক্রেডিটের নির্মানাধীন ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সিইও মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জন গমেজ, সমিতির প্রধান নির্বাহী অফিসার লিন্টু খৃষ্টফার গমেজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।


পরিশেষে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ। একই দিন (২৩ আগস্ট) সন্ধ্যায় কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে লটারি ড্র অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ ও তাঁকে সহযোগিতা করেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পাপিয়া রিবেরু।
এর আগে বিগত পঞ্চম ত্রি-বার্ষিক কৌশলগত পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জনে এক বছর ভাল পারফমেন্স করার জন্য ঢাকা ক্রেডিটের আটজন কর্মীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন ঝুমা রিবেরু, চম্পা মনিকা গমেজ, মিল্টন মন্ডল, তমাল রিছিল, মিতা মিলড্রেড পালমা, দীনেশ চৌকিদার, ডেভিড এল স্কু ও জেমস রিচিল।
প্রসঙ্গত, শিক্ষা সফরের ব্যয় নির্বাহের জন্য কর্মীদের পরিবারের সদস্যদের আর্থিক অংশগ্রহণ ছিল।
২৪ আগস্ট সকালে শিক্ষা সফর শেষ করে ঢাকার উদ্দেশে সকলে রওনা হন।

আরো পড়ুন:

প্রেস ব্যবসায়ী লিংকন গমেজের সফলতার গল্প

শপথ নিলেন কাককো’র নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের ১৫ জন সদস্য