শিরোনাম :
ঢাকা ক্রেডিটের সমবায় বাজারের র্যাফেল ড্র
আজ বিকেল সাড়ে ৪টায় ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের সমবায় বাজারের সামনে ৩য় বারেরমত সমবায় বাজারের র্যাফেল ড্র হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
প্রধান অতিথি র্যাফেল ড্র করার পূর্বে উপস্থিত ব্যক্তিদের বলেন, ‘আমাদের সমবায় বাজারের লক্ষ হচ্ছে ন্যায্য মূল্যে ভোক্তাদের স্বাস্থ্যসম্মত পণ্য প্রদান করা, ভোক্তাদের ভাল পণ্য প্রদান করে সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে আমাদের সমবায় বাজারের প্রধান কাজ। বর্তমানে আমাদের দুটি সমবায় বাজার আছে। একটি ঢাকার পূর্ব তেজতুরি বাজারে অন্যটি সাভারে অবস্থিত। আমরা ভোক্তাদের স্বাস্থ্যসম্মত পণ্য প্রদান করার চেষ্টা করছি। আপনারা আমাদের সাহায্যে-সহযোগিতা করেছেন, সমবায় বাজারের উন্নতির জন্য ভবিষ্যতেও আপনাদের সাহায্যে কামনা করছি।’
র্যাফেল ড্র এর প্রথম পুরস্কার পেয়েছে দুলাল খান ২,০০০ টাকা, ২য় পুরস্কার ডিলান মেনডেজ ১,৫০০ টাকা এবং ৩য় পুরস্কার পেয়েছে লিনা ১,০০০ টাকা । মোট ১৪ টি পুরস্কার প্রদান করা হয় এই র্যাফেল ড্র’তে।
আরবি.আরপি. ৩০ এপ্রিল, ২০১৮

































































