শিরোনাম :
ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটিতে পরিবর্তন
ঢাকা ক্রেডিট পরিচালনা পর্ষদের সুপারভাইজরি কমিটিতে পরিবর্তন এসেছে। সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান পূর্ণিমা মারীয়া গমেজ স্বপদ থেকে পদত্যাগ করায় ক্রেডিটের পরিচালনা পর্ষদ সুপারভাইজরি কমিটিতে এই পরিবর্তন আনেন।
পূর্ণিমা মারীয়া গমেজের স্থানে সুপারভাইজরি কমিটির সেক্রেটারি জন গমেজ এখন থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মানিক লরেন্স রোজারিও। এ ছাড়াও কমিটিতে নতুন একজন সদস্য অন্তর্ভূক্ত করা হয়। পাপড়ী আরেং সুপারভাইজরি কমিটিতে নব সদস্য হিসেবে দায়িত্ব পান।
ঢাকা ক্রেডিটের বোর্ড রুমে প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের নেতৃত্বে পরিচালনা পর্ষদ নবনিযুক্ত দায়িত্বগ্রহণকারীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার বিপুল লরেন্স গমেজসহ বোর্ড সদস্য, ক্রেডিট কমিটির সদস্য, সুপারভাইজরি কমিটির সদস্য এবং ক্রেডিটের উর্ধ্বতন কর্মীরা।
আরবি.আরপি. ২৩ জুন ২০১৮