ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার বিবাহ বার্ষিকী উদযাপন

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার বিবাহ বার্ষিকী উদযাপন

0
499

ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার ২৭তম বিবাহ বার্ষিকী উদযাপন করা হয়।
২৮ জানুয়ারি ঢাকা ক্রেডিটের হল রুমে বিবাহ বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া প্রমুখ।
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও তাঁর স্ত্রী মালা মারিয়া টসকানোর ২৭তম বিবাহ বার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা করেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস । তিনি তাঁদের বিবাহিত ও পারিবারিক জীবন যেন আরো সুন্দর ও অর্থপূর্ণ হয় তার জন্য পিতা ঈশ্বরের নিকট প্রার্থনা করেন।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা তাঁদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও তাঁর স্ত্রী জন্য শুভ কামনা করি। ঈশ্বর আপনাদের দীর্ঘ জীবন দান করুন এবং পরিবারের সকলকে সুস্থ ও নিরাপদ রাখুন।’


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও বলেন, ‘আগামী দিনে ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও তাঁর স্ত্রী মালা মারিয়া টসকানোর বিবাহিত জীবন যেন আরো সুন্দর হয় এবং তাঁদের সুন্দর জীবনের মধ্য দিয়ে যেন সমাজের কল্যাণ হয় এই প্রার্থনা করি। তাঁরা যেন শততম বিবাহ বার্ষিকী পালন করতে পারে এই কামনা করি।’
বিবাহ বার্ষিকী পালনের জন্য ধন্যবাদন জানান ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তিনি বলেন, ‘আমার সমাজের জন্য কাজ করতে ভালো লাগে। আমি ঢাকা ক্রেডিট ও সমাজের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করবেন।’
প্রসঙ্গত, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া পেশায় একজন উন্নয়ন কর্মী। তিনি ছাত্রবস্থা থেকে সাংস্কৃতিক কর্মকান্ড ও সমাজ কর্মে সক্রিয়ভাবে জড়িত। বিভিন্ন প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে সেবা দেওয়ার পাশাপাশি তিনি ঢাকা ক্রেডিটের সেক্রেটারি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মাহাসচিব এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি সমাজ কর্মের মধ্য দিয়ে আর্থসামাজিক উন্নয়নে ও সংখ্যালঘুদের অধিকার আদায়ে ভূমিকা রেখে যাচ্ছেন।
তাঁর বিবাহ বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের পক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর সজল যোসেফ গমেজ, সলোমন ইগ্নেসিয়াস রোজারিও, আনন্দ ফিলিপ পালমা, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ, সদস্য লরেন্স পিটার গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য ষ্টেলা হাজরা, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টি রোজারিও, ঢাকা ক্রেডিটের চিফ অফিসার (অপারেশন) জোনাস গমেজ, ঢাকা ক্রেডিটের প্রোগ্রাম এন্ড প্রটোকল ম্যানেজার স্বপন রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারিয়েট বিভাগের জুনিয়র অফিসার-ইনচার্জ তপন থিউটনিয়াস গমেজ।