শিরোনাম :
ঢাকা ক্রেডিটের সেক্রেটারির শুভ জন্মদিন পালন
ডিসিনিউজ ।। ঢাকা
পালন করা হলো ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজের ৫৬তম জন্মদিন। ২২ জানুয়ারী, ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের ডানিয়েল কোড়াইয়া সভাকক্ষে সেক্রেটারি মাইকেল জন গমেজের জন্মদিন উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে কেক কেটে জন্মদিনের আনন্দ সহভাগিতা করা হয়। উপস্থিত সকলে সেক্রেটারি মাইকেল জন গমেজের দীর্ঘায়ু কামনা এবং তাঁর উপর অর্পিত দায়িত্ব যেন নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করতে পারেন সেই প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ঢাকা এর প্রেডিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া সহ ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ।
২২ জানুয়ারী ১৯৬৯ খ্রিষ্টাব্দে সাভার ধরেন্ডা ধর্মপল্লীতে তাঁর জন্ম। পিতা গাব্রিয়েল গমেজ এবং মাতা লেটিসিয়া পালমা। স্ত্রী শিউলী মারিয়া ক্রুশ। তাঁদের রয়েছে ২ সন্তান- ১ ছেলে ও ১ মেয়ে। মাইকেল জন গমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম ডিগ্রি লাভ করেন।