শিরোনাম :
ঢাকা ক্রেডিটের স্টাফদের অবগতকরণ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক:
 গাজিপুরের কালিগঞ্জের মঠবাড়ীতে ঢাকা ক্রেডিটের সিকিউরিটি সার্ভিসের গার্ড সদস্য এবং রিসোর্ট ও ট্রেনিং সেন্টারের স্টাফদের নিয়ে অনুষ্ঠিত হয় অরিয়েন্টেশন (অবগতকরণ) অনুষ্ঠান।
 ৪ সেপ্টেম্বর, বিকাল সাড়ে ৩টায় ঢাকা ক্রেডিটের সহকারী ম্যানেজার ইনচার্জ সোহেল রোজারিও’র উপস্থাপনায় এই অরিয়েন্টেশন (অবগতকরণ) অনুষ্ঠিত হয়।
 উপস্থাপনায় ম্যানেজার ইনচার্জ সোহেল রোজারিও গার্ড সদস্যদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সঠিক ধারণা নিয়ে কাজ করতে বলেন।
 তিনি বলেন, ‘আপনারা যার যার অবস্থানে নিজেদের দায়িত্বগুলো বুঝে কার্য সম্পাদন করতে হবে। এ জন্য নিজেদের মানিয়ে নিয়ে কাজ করতে হবে। আপনারা যখন দায়িত্বরত থাকেন, সে সময় একজন ব্যক্তি প্রথমে আপনার কাছেই আসেন। আপনারা তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে এই প্রতিষ্ঠানে স্বাগত জানান। সুতরাং আপনাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। এ ছাড়াও আপনারা ঢাকা ক্রেডিটের নিরাপত্তা প্রদান করে প্রতিষ্ঠানকে সুরক্ষা করে যাচ্ছেন।’
 এ সময় তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্প নিয়ে তাদের সাথে বিশদ আলোচনা করেন। বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্পের সুযোগ-সুবিধা অন্যের কাছে পৌঁছে দেওয়ারও আহ্বান জানান তিনি।
 অরিয়েন্টেশন অনুষ্ঠানে গার্ড সদস্যদের সাথে বিভিন্ন বিষয় আলোচনা করেন ডিসি সিকিউরিটি সার্ভিসের ম্যানেজার বিজয় ম্যানুয়েল ডি’প্যারেজ, ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারের ইনচার্জ লিন্টাস দেশাই ও মার্কেটিং অফিসার মিহির মুখটী।
 সার্বিক সহযোগিতা করেন ঢাকা ক্রেডিট মার্কেটিং বিভাগের অফিসার জেকসন রোজারিও।
 উল্লেখ্য, ঢাকা ক্রেডিট বর্তমানে আয়মূলক নানা ধরনের প্রকল্প নিয়ে কাজ করছে।  বেশ কিছু প্রকল্প ইতিমধ্যে শুরু হয়েছে, কিছু প্রকল্প দ্রুততার সাথে বাস্তবায়নের পথে রয়েছে। ঢাকা ক্রেডিটের সিকিউরিটি সার্ভিস একটি অন্যতম লাভজনক প্রকল্প। ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ সকল সেবা সেন্টারের নিরাপত্তার চাহিদা মিটিয়ে এই সিকিউরিটি সার্ভিস নানা ধরনের প্রতিষ্ঠান, এ্যাপার্টমেন্ট ও বাসা বাড়িতে কর্মী নিয়োগ দিচ্ছে। অতি অল্প সময়েই এই সিকিউরিটি সার্ভিস বিভিন্ন প্রতিষ্ঠান ও এ্যাপার্টম্যান্টের কাছে বিশস্ততার পরিচয় দিতে সক্ষম হয়েছে। 
































































