ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড ঢাকা ক্রেডিটে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা ক্রেডিটে নিয়োগ বিজ্ঞপ্তি

0
488

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ঢাকা-এর জন্য আইন অফিসার পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে-

পদের নাম : আইন অফিসার

সংখ্যা : ২ জন

বয়স :  ২৫-৩৫ বছর

বেতন স্কেল : ১০৩০০ ইবি ৭৩০, ১৩২২০ ইবি ৮৩৫, ১৭৩৯৫ ইবি ৯৪০, ২২০৯৫ ইবি ১০৪৫, ২৭৩২০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১। নূন্যতম এল. এল. বি. পাশ।
২। সংশ্লিষ্ট পদে কাজ করার ২ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩। কম্পিউটার এম এস অফিস সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪। ইংরেজি লেখা ও বলার ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
৫। ব্যাংকিং আইন সংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শর্তাবলীঃ-
০১। আবেদনপত্রসহ পূর্ণ জীবন-বৃত্তান্ত ।
০২। ২ (দুই জন) গণ্যমান্য ব্যক্তির নাম ও ঠিকানা রেফারেন্স হিসাবে দিতে হবে। (যিনি আপনাকে ভালভাবে চিনেন)
০৩। চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র(ঘওউ) ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
০৪। সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
০৫। আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই সৎ, কর্মঠ, পরিশ্রমী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
০৬। সমিতির প্রয়োজনে যে কোন দিন ও যে কোন সময় কাজ করার মানসিকতা থাকতে হবে।
০৭। খামের উপর পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে।
০৮। প্রভিশনকালিন পিরিয়ড ৬ (ছয়) মাস। চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার পে-স্কেল অনুযায়ি বেতন, গ্রুপ ইন্সুরেন্স, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি প্রাপ্য হবেন।
০৯। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনাস্বাপেক্ষ।
১০। ব্যক্তিগতভাবে যোগাযোগকারীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে।
১১। যারা ধূমপান ও নেশাজাতীয় দ্রব্য গ্রহনে অভ্যস্ত তাদের আবেদন করার প্রয়োজন নেই।
১২। এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কারণ দর্শানো ব্যতীত পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
১৩। আবেদনপত্র আগামী ২৪ মে, ২০১৮ খ্রীষ্টাব্দে সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকার মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে।

পংকজ গিলবার্ট কস্তা

সেক্রেটারি-দি সিসিসি ইউ লিঃ, ঢাকা।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

লিন্টু খৃষ্টফার গমেজ
চিফ এক্সিকিউটিভ অফিসার
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা
রেভাঃ ফাদার চার্লস জে. ইয়াং ভবন
১৭৩/১/এ, পূর্ব তেজতুরী বাজার,তেজগাঁও, ঢাকা-১২১৫।