ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটে যোগ দিলেন কারিতাস বাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও

ঢাকা ক্রেডিটে যোগ দিলেন কারিতাস বাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও

0
3669

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিটের প্রকল্প নির্মিতব্য ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় কারিতাস বাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও যোগদান করেছেন।

তিনি আজ (১০ আগস্ট) থেকে নির্মিতব্য হাসপাতালের কর্মযজ্ঞের সাথে হাসপাতাল কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন। তাঁর যোগদান উপলক্ষে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের সভাকক্ষে কর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শীরেন সিলভেষ্টার গমেজ, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রঞ্জন ডমিনিক পিউরীফিকেশনসহ ঢাকা ক্রেডিটের অন্যান্য চিফ অফিসার ও ম্যানেজ্যার-ইনচার্জগণ।

এ সময় প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও রঞ্জন ফ্রান্সিস রোজারিওকে ঢাকা ক্রেডিটের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ও স্বাগত জানান। নতুন নিয়োগপ্রাপ্ত রঞ্জন রোজারিওর কর্মজীবনের অভিজ্ঞতা ঢাকা ক্রেডিটের নির্মিতব্য হাসপাতাল প্রতিষ্ঠায় ও পরিচালনার ক্ষেত্রে অবদান রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যাক্ত করেন।

রঞ্জন ফ্রান্সিস রোজারিও ঢাকা ক্রেডিটে সেবা দেওয়াটা নিজের সম্মানের উল্লেখ করে বলেন, ‘আমি ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের গুণগত মানের সেবা নিশ্চিত করবো এবং এই হাসপাতালটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।’

রঞ্জন ফ্রান্সিস রোজারিও এর পূর্বে ক্যাথলিক মন্ডলির উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিন শত শয্যাবিশিষ্ট ঢাকা ক্রেডিটের প্রকল্প নির্মিতব্য ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ দ্রুততার সাথে নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে ২০২২ খ্রিষ্টাব্দের শেষের দিকে এই হাসপাতালটি উদ্বোধন করা হবে। দেশের ইতিহাসে সমবায়ীদের উদ্যোগে এটিই প্রথম কোনো হাসপাতাল। এখানে দেশের মানুষ কম খরচে গুণগতমানের সেবা পাবেন।

ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল সংক্রান্ত ভিডিও: