ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ০৯ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৬ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটে ২০০ জনের চাকরির সুযোগ

ঢাকা ক্রেডিটে ২০০ জনের চাকরির সুযোগ

0
3168

ডিসি নিউজ:
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (ঢাকা ক্রেডিট) ২০০ জনকে জরুরী ভিত্তিতে চাকরি দিবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী থেকে ডিগ্রী পাস। বেতন দেয়া হবে শিক্ষাগতযোগ্যতা অনুসারে কমপক্ষে ৮ হাজার, সর্বোচ্চ ১৮ হাজার টাকা।
ঢাকা ক্রেডিটের অধীনে ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিস বিভাগে এই কর্মসংস্থান হবে। ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিস বিভাগের নিরাপত্তা ব্যবস্থাপক বিজয় ম্যানুয়েল ডি. প্যারেজ ডিসি নিউজকে বলেন, ‘ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিস বিভাগ সুনামের সাথে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয় ও সেবা কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে। পাশাপাশি বিভিন্ন পোশাক কারখানা, রিসোর্ট, গির্জা, স্কুল, ক্রেডিট ইউনিয়ন ও হাউজিং এপার্টমেন্টে সুনামের সাথে নিরাপত্তা সেবা দিচ্ছে। আমাদের আরো নিরাপত্তা কর্মী দরকার। তাই আগ্রহী যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।’

তিনি বলেন, দেশের অভিজাত এলাকা গুলশানে ২০১৬ সালে একটি ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাই এই নিরাপত্তা কর্মী পেশার কদর বেড়েছে। এখন প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের মালিক বা প্রধানগণ দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনায় রাখছেন।
অবসর প্রাপ্ত মেজর (বিডিআর) মিঃ ডি প্যারেস আরো বলেন, ‘আমাদের নিরাপত্তা বিভাগে নিরাপত্তা কর্মী হিসেবে যাঁরা কাজ করেন তাঁদের ওভারটাইম আছে। বাসস্থান ফ্রি। বিনামূল্যে পোশাক-পরিচ্ছদ সরবরাহ করা হয়। নিজস্ব প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কেন্দ্রে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক দ্বারা বিনামূল্যে পেশাগত মৌলিক প্রশিক্ষণের পর সরাসরি নিয়োগ প্রদান এবং প্রশিক্ষনকালীন থাকা ও খাবার খরচ ফ্রি।’

তিনি বলেন, মোট আট ঘন্টা ডিউটি। পরবর্তীতে ওভার টাইমের ব্যবস্থা আছে। বছরে দুইটি উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ছুটি দেওয়া হয়। অভিজ্ঞ ও অবঃ প্রাঃ ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য এবং অগ্রাধিকার দেয়া হয়।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
সিকিউরিটি গার্ড পদের শিক্ষাগত যোগ্যতা ৯ম শ্রেণী পাস এবং বয়স ১৮-৪৫ বছর।
সিকিউরিটি সুপারভাইজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি/ডিগ্রী পাস এবং বয়স ২৫-৪৫ বছর।
সিকিউরিটি ইন্সপেক্টরের পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক /মার্স্টাস পাস। বয়স ২৫-৪৫ বছর।
তিনি আরো জানান, নিরাপত্তা কর্মীর পাশাপাশি তাঁরা পিয়ন, ক্লিনার ও কেয়ারটেকারও নিয়োগ দিবেন। কেয়ারটেকারের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। পিয়ন ও ক্লিনার পদের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস। ক্লিনার ও কেয়ারটেকারের বয়স সীমা ১৮ থেকে ৪৫ বছর এবং পিয়নের বয়স ১৮ থেকে ৪০ বছর।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০শে সেপ্টেম্বর ২০১৯ সন।
আবেদন পত্রের সাথে যা যা প্রয়োজন
নিজ হাতে লেখা আবেদনপত্র ও বায়োডাটা, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, স্থানীয় চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব/চারিত্রিক সনদপত্র, ভোটার আই ডি কার্ডের ফটোকপি এবং রক্তের গ্রুপ।
শর্তাবলী: যে কোন অফিস/প্রতিষ্ঠানে/এপার্টমেন্টে এবং ঢাকার বাহিরে বিভিন্ন জেলা/উপজেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে।
আবেদনপত্র পাঠাবার ঠিকানা:
(খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ থাকতে হবে)
ঢাকা ক্রেডিট
১৭৩/১/এ, পূর্ব তেজতুরী বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫
deperese100@gmail.com /cccu.ltd@gmail.com
মোবাইল: ০১৭০৯৮১৫৪৮৮, ০১৯০৪৫১০৫৭৭,০১৭০৯৯৯৩০৯৬


কয়েকজন সিকিউরিটি গার্ডের আত্ম-সাক্ষ্য
ঢাকা ক্রেডিটের সিকিউরিটি লেডী গার্ড সালমা বেগম দায়িত্ব পালন করেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর প্রধান কার্যালয়ে। তিনি ডিসি নিউজকে বলেন, ‘আমি আগে একটি পোশাক কারখানায় কাজ করতাম। সেখানে পরিশ্রম বেশি ছিল। বেতন কম ছিল। সংসারে ছেলে-মেয়েদের সময় দিতে পারতাম না। এখন ঢাকা ক্রেডিটের সিকিউরিটি সার্ভিসে চাকরি করে আগের চেয়ে ভাল আছি। বেতন ভাল পাই। ওভার টাইম করতে পারি। প্রতিষ্ঠান থেকে আমার নামে বীমা করেছে। এছাড়া ভবিষ্যৎ এ চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ড ও গ্রেচুইটির টাকা পাবো।’ সাতক্ষীরার তালার অধিবাসী সালমা স্বামী ও দুই সন্তান নিয়ে থাকেন রাজধানীর নাখাল পাড়ায়। তার স্বামী ছোট একটি ব্যবসা করেন।
অন্তিম নেকলার বাড়ি মধুপুরে। তিনি এসএসসি পাসের পর আর পড়াশোনা করতে পারেননি। বেকার বসে ছিলেন বেশ কিছু দিন। পরে তিনি ঢাকা ক্রেডিটে সিকিউরিটি বিভাগে চাকরি পান সিকিউরিটি গার্ড হিসেবে। ঢাকা ক্রেডিটের সমবায় বাজারে ডিউটি করেন। তিনি ডিসি নিউজকে বলেন, ‘আমি প্রতি মাসে বেতনের একটা অংশ গ্রামে বাবা-মাকে পাঠাই। তাঁরা টাকা পেয়ে খুব খুশি হন। ঢাকা ক্রেডিটকে ধন্যবাদ জানাই কারণ আমার বেকারত্ব জীবনের আশির্বাদ হয়েছে ঢাকা ক্রেডিটে সিকিউরিটি সার্ভিস।’
প্রসঙ্গত, যে কোন ধর্মের মানুষ ঢাকা ক্রেডিটের সিকিউরিটি সার্ভিসে যোগ দিতে পারেন।

অন্তিম নেকলার বাড়ি মধুপুরে। তিনি এসএসসি পাসের পর আর পড়াশোনা করতে পারেননি। বেকার বসে ছিলেন বেশ কিছু দিন। পরে তিনি ঢাকা ক্রেডিটে সিকিউরিটি বিভাগে চাকরি পান সিকিউরিটি গার্ড হিসেবে। ঢাকা ক্রেডিটের সমবায় বাজারে ডিউটি করেন। তিনি ডিসি নিউজকে বলেন, ‘আমি প্রতি মাসে বেতনের একটা অংশ গ্রামে বাবা-মাকে পাঠাই। তাঁরা টাকা পেয়ে খুব খুশি হন। ঢাকা ক্রেডিটকে ধন্যবাদ জানাই কারণ আমার বেকারত্ব জীবনের আশির্বাদ হয়েছে ঢাকা ক্রেডিটে সিকিউরিটি সার্ভিস।’
প্রসঙ্গত, যে কোন ধর্মের মানুষ ঢাকা ক্রেডিটের সিকিউরিটি সার্ভিসে যোগ দিতে পারেন।

আরো পড়ুন:

ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর ৪২তম মৃত্যু বার্ষিকী পালন

ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর সাধু শ্রেণীভুক্তকরণে খ্রিষ্টভক্তদের করণীয়