ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ৩০ অক্টোবর ২০২৫
বাংলা : ১৪ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের সহকারী প্রধান শিক্ষক (প্রাক্তন প্রধান শিক্ষক) আনন্দ চৌধুরীর...

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের সহকারী প্রধান শিক্ষক (প্রাক্তন প্রধান শিক্ষক) আনন্দ চৌধুরীর বিদায় সংবর্ধনা

0
394

ডিসিনিউজ ।। ঢাকা

৩০ এপ্রিল, ২০২৫ রোজ বুধবার, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল প্রাঙ্গণে সহকারী প্রধান শিক্ষক, আনন্দ চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর সলোমন আই রোজারিও, নদ্দা ব্রাঞ্চের ম্যানেজার সোহেল রোজারিওসহ শিক্ষক/শিক্ষিকা, বিদায়ী শিক্ষার্থীগণ ও স্কুলের সকল শিক্ষার্থীবৃন্দ।


সকল শিক্ষার্থীবৃন্দ আনন্দ স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার স্নেহময় ভালোবাসার জন্য। ৬ষ্ঠ হতে দশম শ্রেণির মধ্যে থেকে একজন করে স্যারের প্রতি তাদের কৃতজ্ঞতা ব্যক্ত করেন।


বিদায়ী বক্তব্যে আনন্দ চৌধুরী বলেন, ‘আমি যতদিন ছিলাম ততদিন চেষ্টা করেছি স্কুলের সার্বিক মঙ্গলসাধন করার জন্য।’ তিনি সকলকে অনুরোধ করেন তার জন্য প্রার্থনা করার জন্য যাতে তিনি পরবর্তী জীবন সুস্থ্য ও সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন।


প্রধান শিক্ষক রতন পিটার গমেজ বলেন, ‘আনন্দ চৌধুরী যে পথ দেখিয়ে স্কুলকে উন্নয়নের পথে নিয়ে গেছেন তা সত্যই প্রশংসার দাবিদার। তার নতুন কর্মজীবন সুখের হোক এই কামনা করি।’
নদ্দা ব্রাঞ্চের ম্যানেজার সোহেল রোজারিও বলেন, ‘প্রাক্তন প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী বিগত ৯ বছর যাবৎ ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের দায়িত্ব ছিলেন। তিনি নানা ভাবে স্কুলের অবকাঠামো, শিক্ষা ও নৈতিক শিক্ষার উপর জোর দিয়ে স্কুলের সার্বিক উন্নয়ন করে গেছেন।’

ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর সলোমন আই রোজারিও বলেন, ‘আনন্দ স্যার ছিলেন জাহাজের নাবিকের মতো যিনি শত ঝড়, বৃষ্টি, ঢেউয়ের মাঝেও স্কুলকে সঠিক পথে পরিচালিত করেছেন।’
শিক্ষার্থীদের পক্ষ হতে নবম শ্রেণির দুইজন কেরি স্নাল ও ডোনা ঢাকী অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরিশেষে স্বল্প পরিসরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।