ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

0
390

ডিসি নিউজ
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে গতকাল (১৫ অক্টোবর) সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৯ উপলক্ষে সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিপাদ্য বিষয় ছিলো: একটি আত্ম-হত্যা: মনো-সামাজিক ব্যবচ্ছেদ।
উক্ত অনুষ্ঠানে বক্তা হিসাবে ছিলেন ডঃ লিপি গ্লোরিয়া রোজারিও (সিস্টার গ্লোরিয়া) ও মিঃ জেমস শিমন দাস। সেমিনারে আত্ম-হত্যার কারণ ও প্রতিরোধের বিষয় সহভাগিতা করা হয়। বক্তাগণ হতাশার লক্ষণসমূহ ব্যাখ্যা করেন। এছাড়া বয়োসন্ধিকালের বিভিন্ন রকম বিষন্নতা, হতাশা নিয়েও সহভাগিতা করেন। ছাত্র-ছাত্রীরা স্বতঃফূর্তভাবে সকল আলোচনায় অংশগ্রহণ করে।


ভিডিও চিত্রের মাধ্যমে বাস্তব জীবন কাহিনী ও হতাশাগ্রস্ত ব্যক্তিদের সহভাগিতা তুলে ধরা হয়। ছাত্র-ছাত্রীদের নানা ধরনের প্রশ্নের উত্তর দেন সিস্টার গ্লোরিয়া।
এই কর্মশালা আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সন্তানেরা যেন হতাশাগ্রস্ত না হয় এবং হতাশা হতে বের হওয়ার চেতনা জাগানো ।
উক্ত কর্মশালায় স্কুলের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষকমন্ডলীসহ চিফ অফিসার মিসেস সুইটি সি. পিউরীফিকেশন উপস্থিত ছিলেন।