শিরোনাম :
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের ছাত্রীদের স্বাস্থ্যবিষয়ক সেমিনার
|| ডিসিনিউজ ||
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের ছাত্রীদের বয়ঃসন্ধিকালের শারীরিক গঠনের বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
সহযোগিতায় ছিলো ইস্পিরেশন কমিউনিকেশন লিমিটেড।
আজ (১১ নভেম্বর) দুপুর ১:০০টায় পঞ্চম, ষষ্ঠ, সমপ্ত ও নবম শ্রেণির ছাত্রীদের নিয়ে বয়ঃসন্ধিকাল এবং ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ইস্পিরেশন কোম্পানির দুইজন নারী কর্মী নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা সহভাগিতা করার পাশাপাশি ভিডিও চিত্রের মাধ্যমে ছাত্রীদের শিক্ষা দেন। সহভাগিতায় বলেন, বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তন শুরু হয় নয় বছর বয়স থেকে। শারীরিক পরিবর্তনের সাথে সাথে মানসিক দিক দিয়েও অনেক কিছুর পরিবর্তন ঘটে। এই সময়ের শারীরিক ও মানসিক পরিবর্তনকে স্বাভাবিক বলে মেনে নিতে হবে। এই পরিবর্তনের মাধ্যমে একটি মেয়ের পূর্ণ নারীত্বের প্রকাশ পায়।
স্বাস্থ্যবিষয়ক এই সেমিনার পরিচালনা করতে সাহায্যে করেছেন ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষিকাগণ।