শিরোনাম :
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল, মদনপুরে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, নারায়ণগঞ্জ জেলার মদনপুরে (পিটার ভবন, মদনপুর বহুমুখী প্রকল্প, মুরাদপুর, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ) সমিতির পক্ষ থেকে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল (মদনপুর) প্রতিষ্ঠা করা হয়েছে। উক্ত স্কুলে আগামী ২০২০ শিক্ষা বর্ষে প্লে গ্রুপ ও নার্সারীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ১৩ জানুয়ারি, ২০২০ খ্রিষ্টাব্দ থেকে স্কুলে ভর্তি ফরম পাওয়া যাবে। ভর্তি ফরম পূরণ করে ২ কপি ছবি ও জন্ম নিবন্ধনের কপিসহ ২০ জানুয়ারি, ২০২০ খ্রিষ্টাব্দের মধ্যে স্কুলে জমা দেয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিস্তারিত জানার জন্য নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
যোগাযোগের ঠিকানা:
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল, মদনপুর
পিটার ভবন, মদনপুর বহুমুখী প্রকল্প
মুরাদপুর, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ
মোবাইল: ০১৭৭৪১৩১০১৪
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।