শিরোনাম :
ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির সাধারণ সভা
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকা এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটি (ঢাকা ক্রেডিট ওয়েলফেয়ার) এর ২৮-তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা ক্রেডিটের বি.কে গুড হল রুমে।
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকা এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটি ঢাকা ক্রেডিটের সকল স্তরের কর্মীদের নিয়ে নিয়ে গঠিত একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান।
ঢাকা ক্রেডিট ওয়েলফেয়ার এর সেক্রেটারী ফিরমিন রুহুল রোজারিও এর সঞ্চালনায় ও চেয়াম্যান প্রদীপ এল. দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি মাইকেল জন গমেজ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড ডিরেক্টর মনিকা গমেজ, নিরাপদ হালদার, মনোজ ক্লেমেন্ট গমেজ, সুব্রত রিচার্ড রোজারিও, ক্রেডিট কমিটির সেক্রেটারি মোশী মন্ডল, সুপারভাইজরি কমিটির সদস্য পংকজ লরেন্স কস্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট কোড়াইয়া শিক্ষার উপর গুরুত্ব দিতে ঢাকা ক্রেডিট ওয়েলফেয়ার এর প্রত্যেকটি সদস্যকে অনুরোধ করেন, “বর্তমান প্রেক্ষাপটে আপনাদের সন্তানের শিক্ষার উপর গুরুত্ব দিবেন, এবং ঢাকা ক্রেডিটের প্রত্যেকটি কর্মীকেই এই ঢাকা ক্রেডিট ওয়েলফেয়ার এর সদস্য হতে হবে।”
তিনি বলেন, ঢাকা ক্রেডিট ওয়েলফেয়ার এর উন্নয়নে যাবতীয় সহযোগীতা করার জন্য ঢাকা ক্রেডিট প্রস্তুত আছে।
এর আগে সকালে বার্ষিক সাধারণ সভার শুরুতে ঢাকা ক্রেডিট ওয়েলফেয়ার এর চেয়ারম্যান প্রদীপ লুসিয়ানো দাস তার স্বাগত বক্তব্যে সমিতির অগ্রগতি সম্পর্কে তুলে ধরেন।
তিনি বলেন, “বাংলাদেশে প্রেক্ষাপটে পরিবর্তিত আর্থসামাজিক অবস্থা, সদস্যদের ক্রমবর্ধমান চাহিদা অনুধাবনপূর্বক তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে মূলধন বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় নেই।”
তিনি সদস্যদের পর্যাপ্ত পরিমানে মূলধন বৃদ্ধির জন্য অনুরোধ করেন।