শিরোনাম :
ঢাকা ক্রেডিট-কারিতাস-খ্রীষ্টান এসোসিয়েশনের একসাথে কাজ করার প্রত্যয়
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও কারিতাস বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
৮ নভেম্বর রোববার কারিতাসের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ক্রেডিট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল কারিতাসের নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও ও অন্যান্য কর্মকর্তার সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও। কারিতাস বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও প্রশাসন) সেবাষ্টিয়ান রোজারিও, পরিচালক (কর্মসূচি) জেমস গোমেজ ও কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এর পরিচালক থিওফিল নকরেক প্রমুখ।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ঢাকা ক্রেডিট খ্রিষ্টান সমাজের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কারিতাস শিক্ষা, স্বাস্থ্য খাতে কাজ করে যাচ্ছে। কারিতাস চাইলে ভবিষ্যতে ঢাকা ক্রেডিটের নির্মীয়মান ডিভাইন মার্র্সি জেনারেল হাসপাতালে অবদান রাখতে পারে। এ ছাড়া কারিতাসের ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ঢাকা ক্রেডিটের কর্মীদের প্রশিক্ষণ দিতে পারে। ‘এসবের মাধ্যমে কারিতাসের সাথে খ্রিষ্টান সম্প্রদায় ও দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা একসাথে কাজ করতে চাই।’
ঢাকা ক্রেডিট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কাজের প্রশংসা করে কারিতাসের নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও বলেন, ‘ঢাকা ক্রেডিট কর্মসংস্থান সৃষ্টিতে অনেক অবদান রেখে যাচ্ছে। আমরা চেষ্টা করবো কীভাবে আমরাও তাঁদের সাথে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারি। ভবিষ্যতে ঢাকা ক্রেডিটের সাথে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার হাত বাড়াতে চাই।
কারিতাস পরিচালক রঞ্জন রোজারিও বলেন, খ্রিষ্টান এসোসিয়েশনের সাথে কারিতাস একসাথে কাজ করতে পারে। তারা অধিকার আদায়ের জন্য কাজ করে। আমরাও তাদের এই সাহসী কাজের অংশীদার হতে পারি। ক্যাথলিক বিশপদের সামাজিক সংস্থা কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক রঞ্জন মনে করেন, ক্যাথলিক বিশপগণ ঢাকা ক্রেডিট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাথে একত্রে কাজ করলে খুশি হবেন।
নির্মল রোজারিও বলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন খ্রিষ্টান সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। অনেক সময় সাধারণ খ্রিষ্টভক্তের আইনগত সহযোগিতা প্রয়োজন হয়। কারিতাস এই বিষয়ে সহযোগিতা করতে পারে। এ ছাড়া নেতৃত্বের ওপর প্রশিক্ষণ দিয়েও সহযোগিতা করতে পারে।