শিরোনাম :
ঢাকা ক্রেডিট ছাত্র প্রকল্পের নবীনদের অরিয়েন্টেশন
ডিসিনিউজ:
ঢাকা ক্রেডিটের ছাত্র প্রকল্পের নতুন ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় আজ (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বি. কে গুড কনফারেন্স হলে।
১৯৯০ খ্রিষ্টাব্দে মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের জন্য এবং ছাত্র-ছাত্রীদের কাজের অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে শুরু হয়েছিল।
ছাত্র-ছাত্রীদের অরিয়েন্টেশন প্রোগ্রামে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিয়ে বলেন, ‘আপনারা ৪২ হাজার সদস্যর মতো একটি বড় পরিবারে যোগদান করেছেন। ঢাকা ক্রেডিট বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বড় ক্রেডিট ইউনিয়ন। ঢাকা ক্রেডিট সদস্যদের ৬৪ বছর ধরে সেবা প্রদান করে যাচ্ছে। আপনারা পড়াশোনার পাশাপাশি দুই বছর চাকরি বা ইন্টার্নির মতো একটি অভিজ্ঞতা অর্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে যা পরবর্তীতে চাকরি করতে গেলে এই দুই বছরের অভিজ্ঞতা সহায়তা করবে।’
প্রেসিডেন্ট নার্সিং পড়–য়া ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা যারা এখন নার্সিং ট্রেনিং করছেন, তাদের ট্রেনিং শেষ করতে করতে ঢাকা ক্রেডিটের হাসপাতালে আপনারা চাকরি করতে পারবেন। যারা মেধাবী ছাত্র-ছাত্রী তারা চাইলে ঢাকা ক্রেডিট থেকে উচ্চ শিক্ষা ঋণ নিয়ে দেশের বাইরে পড়াশোনা করতে যেতে পারেন। ঢাকা ক্রেডিট ছাত্র-ছাত্রীদের পাশে সর্বদা আছে এবং থাকবে।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি আরো কিছু দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে না পারলে- যেমন ভালো ইংরেজি জানা, গাড়ি চালানো শেখা ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না।
সর্বশেষে প্রেসিডেন্ট গমেজ ছাত্র-ছাত্রীদের দায়িত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
অরিয়েন্টেশন প্রোগ্রামে ঢাকা ক্রেডিটের ভাইস- প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ ও সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা ছাত্র-ছাত্রীদের ঢাকা ক্রেডিট পরিবারে স্বাগত জানান এবং ক্রেডিটের সদস্য হয়ে সেবা গ্রহণ করার অনুরোধ করেন।
ছাত্র প্রকল্পের অধীনে ছাত্র-ছাত্রীরা সপ্তাহে তিন দিন তিন ঘন্টা করে কাজ করবে। এতে ৩৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। তারা সবাই কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
অরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালনায় সহায়তা করেছেন মানব সম্পদ ব্যবস্থ্যাপনা বিভাগের ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার এবং সহকারী হিসেবে ছিলেন জেনী থেলমা বাড়ৈ।