ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট পেল ৪৫ জন নতুন সদস্য

ঢাকা ক্রেডিট পেল ৪৫ জন নতুন সদস্য

0
577

ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিট পেল ৪৫ জন নতুন সদস্য।
৩০ জানুয়ারি পূর্ব তেজতুরীবাজারস্থ ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের হলরুমে শিক্ষা সেমিনারে অংশ নেন ২৫ জন নতুন সদস্য প্রাত্যাশী। শিক্ষা সেমিনারে অংশ নেওয়ার পর তারা ঢাকা ক্রেডিটের সদস্য হন। প্রসঙ্গত, একইভাবে এর আগে ২৩ জানুয়ারি শিক্ষা সেমিনার করে ২০ জন সদস্য পদ লাভ করেন।
শিক্ষা সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা নতুন সদস্য প্রত্যাশীদের উদ্দেশে বলেন, সমিতিতে সদস্য হওয়ার পর ঋণ উত্তোলনের চেয়ে সঞ্চয় করবেন বেশি। আর ঋণ করবেন উৎপাদনশীল খাতে যেন আপনাদের ঋণের টাকা ফেরত দিতে কোনো সমস্যা না হয়।

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া নতুন সদস্যদের ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্প বিষয়ে ধারণা দেন। তিনি বলেন, ‘ঢাকা ক্রেডিটের মধ্য দিয়ে সদস্যরা তাঁদের মৌলিক চাহিদা পূরণ করাসহ আর্থসামাজিক উন্নয়নে ভূমিকার রাখতে পারে। তাই আগে ঢাকা ক্রেডিট সম্পর্কে সুষ্পষ্ট ধারণা থাকতে হবে।’
উল্লেখ্য, ঢাকা ক্রেডিটের রয়েছে ৮২টি প্রডাক্ট ও প্রকল্প।