ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized ঢাকা ক্রেডিট, বিসিএ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মহান বিজয় দিবস পালন...

ঢাকা ক্রেডিট, বিসিএ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মহান বিজয় দিবস পালন এবং জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

0
61

ডিসিনিউজ।। ঢাকা

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে বিশেষ প্রার্থনা, জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

সকালে রাজধানীর তেজগাঁও হলি রোজারি চার্চে বিজয় দিবস উপলক্ষে বিশেষ খ্রীষ্টযাগ উৎসর্গ করেন তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ । তিনি তার উপদেশে বলেন,’অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। যাদের জীবনের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি তাদের আমরা জানাই কৃতজ্ঞতা, আমরা তাদের জন্য গর্ববোধ করি। এই স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা জরুরি। আমাদের দেশে প্রয়োজন সুশাসন। আমাদের উন্নতি আসতে হবে আমাদের চরিত্রে, আমাদের নৈতিকতায়। আমরা প্রার্থনা করি আমরা যেনো আমাদের এই দেশে যেনো সকল জাতিগত বৈষম্য ভুলে একত্রে একটি স্থিতিশীল দেশে রূপান্তর করতে পারি।’

খ্রীষ্টযাগে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন (বিসিএ)’র প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বিসিএ’র যুগ্ম মহাসচিব জেমস্ সুব্রত হাজরা, সিস্টার নিবেদিতা রিবেরু, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর নিরাপদ হালদার, সুপারভাইজরি কমিটির সদস্য মলয় নাথ, ঢাকা ক্রেডিটের ভারপ্রাপ্ত সিইও জোনাস গমেজ, ক্রেডিট কমিটির সেক্রেটারী মোশী মন্ডল, এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেশ বাড়ৈ, এসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য ভিক্টর রে, যোসেফ স্বপন চৌধুরী, রাজকুমার মন্ডল, সেন্টু ঘোষ, সাইমন হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং খ্রীষ্টভক্তগণ।

ঢাকা ক্রেডিট’র এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তার বক্তব্যে বলেন, ‘ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। আজ আমাদের বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি ঢাকা ক্রেডিটের ৪৭ হাজার সদস্যদের পক্ষে তাঁদের শ্রদ্ধা জানাই।

বিসিএ’র প্রেসিডেন্ট নির্মল রোজারিও তার বক্তব্যে বলেন,‘ ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ ‘লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। এই দিনেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম লেখা হয়। যাদের কারনে আমাদের এই অর্জন তাদের কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধাভরে স্বরণ করি।

জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের আজ স্মরণ করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা ক্রেডিট। একই সাথে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।