শিরোনাম :
ঢাকা ক্রেডিট স্পোকেন ইংলিশ কোর্সের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান এবং নতুনদের বরণানুষ্ঠান
আজ শনিবার (২৪ মার্চ) বিকাল ৫টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিট স্পোকেন ইংলিশ কোর্সের বিদায়ীদের সনদপত্র প্রদান এবং নতুনদের বরণ করে নেওয়া হয়।
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড ডিরেক্টর রুপম আন্তনী পিউরীফিকেশন, পাপিয়া ডি’ক্রুজ, আশীষ বিশ্বাস, দেওয়ান রেজুয়ান নবী (রেজা)সহ আরো অনেকে। এ ছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় প্রধান অতিথি পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘আপনাদের ঢাকা ক্রেডিটের ৪০ হাজার সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীতে ২য় ভাষা হিসেবে ব্যবহার করা হয় ইংরেজি। ইংরেজি শেখার পাশাপাশি চর্চা করতে হবে। ইংরেজিতে কথা বলার সময় লজ্জা করা যাবে না। একজন দক্ষ শিক্ষক হিসেবে রেজা স্যারকে আমরা নিয়োগ দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘মানুষের জীবনের শিক্ষার শুরু হয় জন্মের মধ্যে দিয়ে এবং শেষ হয় মৃত্যুর মধ্য দিয়ে। আমরা সব সময়ই শিখি। আমাদের ইংরেজিতে দক্ষ হতে হলে সর্বদা ইংরেজি চর্চা করতে হবে।’
ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর রুপম আন্তনি পিউরিফিকেশন বলেন, ‘জীবনে কোনো কাজে সাফল্য লাভ করতে হলে প্রয়োজন নিজের ইচ্ছার।’
তিনি বাইবেলের বীজ বপকের উপমা দিয়ে বলেন, ‘আপনারা চিন্তা করে দেখুন আপনাদের অবস্থান কোনো বীজের এবং চারা গাছের মতো।’
ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর আশীষ বিশ্বাস বলেন, ‘নিজের জীবনে উন্নতি করতে চাইলে ইংরেজি শিখতে হবে। আপনারা যখন দেশের বাইরে যাবেন, তখন সেখানে ইংরেজি অবশ্যই প্রয়োজন হবে। আপনারা ইংরেজি চর্চা করবেন তাহলে বেশি উন্নতি করতে পারবেন।
ইংলিশ স্পোকেন কোর্সের শিক্ষক দেওয়ান রেজুয়ান নবী (রেজা) অভিভাবকদের বলেন, ‘আমাদের সমাজে নৈতিক শিক্ষার গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন। নৈতিক শিক্ষা যদি আপনার সন্তানের মধ্যে থাকে তাহলে আপনার সন্তান লাইনচ্যূত হবেনা।’
শিক্ষক রেজা আরো বলেন, ‘ইংরেজি শেখানোর পাশাপাশি আমি নৈতিকতার বিষয়ে ক্লাস দিয়ে থাকি। কারণ এগুলো অনেক সময় তাদের জন্য প্রয়োজন হয়।’
শেষে শিক্ষক রেজা ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টদের কাছে একটি প্রস্তাব রাখেন, ‘আগামিতে যেন এই কোর্সের নাম পরিবর্তন করে রাখা হয় ‘স্পোকেন ইংলিশ কোর্স এন্ড লাইফ ষ্টাইল’।
এ দিন কোর্স সম্পন্নকারীদের ভবিষ্যৎ উজ্জল কামনা এবং নতুনদের শুভ কামনায় বরণ করে নেন উপস্থিত সকলে।
এই অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর পাপিয়া ডি’ক্রুজ।
এ দিন ২৬ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান এবং ৩০ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।
আরিব.আরপি.২৪ মার্চ, ২০১৮