ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট স্পোকেন ইংলিশ কোর্সের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান এবং নতুনদের বরণ

ঢাকা ক্রেডিট স্পোকেন ইংলিশ কোর্সের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান এবং নতুনদের বরণ

0
816

ঢাকা ক্রেডিট স্পোকেন ইংলিশ কোর্সের ৩২তম ব্যাচের ১৮ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়েছে।

১১ জুন, (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ ও সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। একই সাথে ৩৩তম ব্যাচের ৩০ জন নতুন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথি ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ ঢাকা ক্রেডিট স্পোকেন ইংলিশ কোর্স এবং আইইএলটিএসের মান খুব ভাল বলে উল্লেখ করেন।

‘বৃটিশ কাউন্সিলের স্পোকেন কোর্সের তুলনায় অনেক কম খরচে আপনারা কোর্সটি করা সুযোগ পাচ্ছেন’ বলেন প্রধান অতিথি গমেজ।

‘পৃথিবীর সর্বত্র ইংরেজির প্রয়োজন আছে। আমি প্রত্যাশা করি যারা এই কোর্স সম্পন্ন করেছেন তারা সর্বদা চর্চা অব্যাহত রাখবেন’ শিক্ষার্থীদের বলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি এবং স্পোকেন ইংলিশ কোর্সের আহ্বায়ক পংকজ গিলবার্ট কস্তা।

তিনি নতুনদের উদ্দেশে বলেন, ‘ইংরেজি শিক্ষার পাশাপাশি যাদের বয়স আঠারো হয়েছে তারা ঢাকা ক্রেডিটের সদ্যস্য হয়ে যাবেন।’

কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, ‘এই কোর্সে সনদপত্র গ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই এবং ইংরেজি চর্চা করার আহ্বান জানাই সাথে নতুনদের স্বাগত জানাই এই কোর্সে।’

ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ বলেন, ‘পিতা-মাতা, বন্ধু-বান্ধবের সাথে ইংরেজিতে কথা বলার অভ্যাসের মাধ্যমে আপনি আপনার দক্ষতা তৈরি করতে পারেন। কারণ পৃথিবীর যেকোনো দেশে গেলে ইংরেজিতে কথা বলতে হয়।’

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সংগ্রামী মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর পাপিয়া রিবেরু, আলবার্ট আশীষ বিশ্বাস, উইলসন রিবেরূ, ক্রেডিট কমিটির সদস্য ডমিনিক রঞ্জন গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য মানিক লরেন্স রোজারিও এবং কোর্স প্রশিক্ষক দেওয়ান রেজওয়ান প্রমুখ।

এ অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিরেক্টর পাপিয়া রিবেরু।

আরবি. আরপি. ১১ জুন ২০১৮