ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ‘ঢাকা ক্রেডিট’ ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে

‘ঢাকা ক্রেডিট’ ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে

0
400

বাংলাদেশে পাওনিয়ার সমিতি ‘ঢাকা ক্রেডিট’ প্রতিষ্ঠার ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে আগামীকাল ৩ জুলাই।

গণপ্রজাতন্ত্রী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ৩ জুলাই বিকাল ৫টায় এই অনুষ্ঠানমালায় উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাংসদ জুয়েল আরেং এমপি, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক জনাব মো. আব্দুল মজিদ, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ-এর অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ এবং বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদ-এর সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকার প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনের আকর্ষণ থাকছে সকাল ৭টায় তেজগাঁও চার্চে বিশেষ প্রার্থনা, প্রতিষ্ঠাকালীন পরলোকগত কর্মকর্তাদের কবরে (ওয়ারী ও তেজগাঁও গির্জাসংলগ্ন কবরে) পূষ্পার্ঘ্য অর্পণ, বিকেলে খামারবাড়ি কেআইবিতে আলোচনা সভা, বিশিষ্ট অবদানের জন্য সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য যে, ১৯৫৫ সালে পুরান ঢাকার লক্ষীবাজার চার্চে ২৫ টাকা মূলধন নিয়ে ৫০ জন সদস্য এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করলেও বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৪০ হাজার। সমিতির অফিস ও অন্যান্য প্রকল্প পরিচালনার জন্য রয়েছে ৭টি নিজস্ব বহুতল ভবন, সঞ্চয় ও ঋণ এবং প্রকল্পসেবাসহ মোট ৭৪টি প্রডাক্টস ও প্রায় ৫০০ কর্মী।

আরপি.আরবি. ২ জুলাই ২০১৮