ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১৬ নভেম্বর ২০২৪
বাংলা : ২ অগ্রহায়ণ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতির নতুন পরিচালনা পরিষদের শপথ গ্রহণ

ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতির নতুন পরিচালনা পরিষদের শপথ গ্রহণ

0
43

ডিসিনিউজবিডি।।

ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতি লিমিডেট এর নতুন নির্বাচিত পরিচালনা পরিষদ শপথ গ্রহণ সম্পন্ন করেছে।

৮ নভেম্বর, ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ প্রাঙ্গণে নব নির্বাচিত সভাপতি সুুরেন মন্ডল’র সভাপতিত্বে পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ প্রার্থনার মধ্যে দিয়ে শপথ গ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চার্চ অব বাংলাদেশের বিশপ পল শিশির সরকার শপথ বাক্য পাঠ করান।

এই সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক পাস্টর আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতির প্রক্তণ সভাপতি রুবেন বৈদ্য ও জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের জেনারেল সেক্রেটারী ডেভিড অনিরুদ্ধ দাস।

প্রধান অতিথির বক্তব্যে পাস্টর আনোয়ার হোসেন প্রথমেই নব নির্বাচিত পরিচালনা পরিষদকে শুভেচ্ছা জানিয়ে বলেন,“ আমরা মনে হয় খ্রীষ্টান মূল্যবোধ চর্চা করা থেকে কিছুটা দূরে সরে যাচ্ছি। কারণ, খ্রীষ্টির চর্চা থাকলে তো সমিতিতে অনৈতিক চর্চা হওয়ার কথা না।”

তিনি, সমিতির সদস্য ও পরিচালনা পরিষদ সবাইকে খ্রীষ্টিয় আদর্শে সমিতি পরিচালনা করার পরামর্শ দেন।

সমিতিটির ওয়েবসাইট থেকে জানা যায় সিতাংশু সেন ১৯৭৫ সালের শেষের দিকে বরিশাল, ফরিদপুর ও খুলনার কিছু খ্রিষ্টভক্ত নিয়ে ‘খ্রীস্টিয় সংসদ’ নামের একটি সমিতি গঠন করেন। এই সমিতি থেকেই ১৯৮০ সালে সিতাংশু সেন তার নিজ বাসভবনে একটি সভার করার মধ্যে দিয়ে খ্রীষ্টিয় সংসদ থেকে ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। সাত জন সদস্যের সমন্বয়ে ও ৭০ টাকা মূলধন দিয়ে সমিটিতি যাত্রা শুরু করেছিল।

বিশেষ অতিথির বক্তব্যে দেশের অন্যতম ক্রেডিট ইউনিয়ন দি খ্রীষ্টান কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া নব নির্বাচিত পরিচালনা পরিষদের প্রত্যেককে ঢাকা ক্রেডিটের ৪৬,০০০ সদস্যের পক্ষ থেকে আন্তরিক প্রিতি ও শুভেচ্ছা জানান।

একই মতাদর্শের ক্রেডিট ইউনিয়ন সমূহকে একত্রে কাজ করার জন্য আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি একত্রে কাজ না করি তাহলে সমিতির ক্যান্সার ডিফল্ট সদস্য কমানো সম্ভব নয়। কারণ, গুটি কয়েক মানুষ বিভিন্ন সমিতি থেকে ঋণ নেয় ও ডিফল্ট হয়ে থাকে।

“যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও ডিফল্ট তাদের বিরুদ্ধে ঢাকা ক্রেডিট আইনী পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে।” বলেন কোড়াইয়া

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট প্রতিষ্ঠানটির আসন্ন বার্ষিক সাধারণ সভা ২৯ নভেম্বর, অনুষ্ঠিত হতে যাচ্ছে জানিয়ে বলেন, “আপনারা যারা ঢাকা ক্রেডিটের সদস্য তারা আমাদের ডিভাইন মার্সি হাসপাতালে এবার এজিএম হবে সেখানে যোগ দিবেন। সেখানে আমাদের নার্সিং ইনস্টিটিউট রয়েছে এবং অদূর ভবিষ্যতে সেখানে মেডিক্যাল কলেজও হবে।”

এর আগে নব নির্বাচিত পরিচালনা পরিষদকে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

নতুন পরিচালনা পরিষদের শপথ গ্রহণের পাশাপাশি সমিতিটির সেবা মাসের ঘোষণা করেন সভাপতি সুরেন মন্ডল। সেখানে ডিফল্ট সদস্যদের জন্য বিশেষ ছাড়ে ঋণ পরিষদের সুবিধা ও আমানত লগ্নি কারীদের জন্য বিশেষ সুদের হার ঘোষণা করেন।

অনুষ্ঠানের সভাপতি ও ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতির নব নির্বাচিত সভাপতি সুরেন মন্ডল প্রথমে ভোট দিয়ে তাদের বিজয়ী করার জন্য সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানালেও ঋণ খেলাপীদের হুশিয়ারী দেন।

“আমাদের সমিতিকে বাঁচাতে ডিফল্ডার কমানোর কোনো বিকল্প নেই। এই ডিফল্ডার এবং ভুঁইফোড় নেতাদের কোনো ভাবেই ছাড় দেয়া হবে না। প্রয়োজনে তাদের ছবিসহ নাম দিয়ে পোষ্টারিং করা হবে।” বলেন মন্ডল

একই সাথে তিনি বলেন, তবে যারা ঋণ নিয়েছেন কিন্তু কোনো ভাবেই দিতে পারছেন না তারাও যদি সমিতিতে আসেন আমরা আলোচনার মাধ্যমে কোনো একটি ব্যববস্থা করতে পারবো।”