শিরোনাম :
ঢাকা মহাধর্মপ্রদেশ পেল একজন নতুন আর্চবিশপ
ডিসিনিউজ || ঢাকা
বাংলাদেশে অবলেট সম্প্রদায়ের শ্রদ্ধেয় বিশপ বিজয় এন ডি’ক্রুজ ঢাকার আর্চবিশপ পদে ঘোষিত হলেন।
আজ ৩০ সেপ্টেম্বর ভাতিকান সিটির স্থানীয় সময় দুপুর ১২টায় এবং বাংলাদেশ সময় বিকেল ৪টায় এই ঘোষণা দেওয়া হলো।
শ্রদ্ধেয় বিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই ১৯৫৬ খ্রিষ্টাব্দে ফেব্রুয়ারির ৯ তারিখে ঢাকা জেলার পুরান তুইতালে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ খ্রিষ্টাব্দের ২০ ফেব্রুয়ারি তিনি যাজক পদে অভিষিক্ত হন। ২০০৫-২০১১ পর্যন্ত তিনি খুলনা ধর্মপ্রদেশের বিশপ হিসেবে প্রৈরিতিক সেবা দান করেন।
পরে প্রথমবারের মতো তিনি ২০১১-এর ৩০ সেপ্টেম্বরে সিলেটের প্রথম বিশপ হিসেবে মন্ডলীর সেবা কাজ শুরু করেন। একই সাথে ২০২০-এর ১৫ আগস্ট থেকে তিনি ক্যাথলিক বিশপস কনফারেন্সঅব বাংলাদেশ-এর (সিবিসিবি) সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করতে থাকেন।
মহামান্য কার্ডিনাল ঢাকার আর্চশিপ প্যাট্রিক ডি’রোজারিও বর্ধিত দুই বছর সেবা দেওয়ার পর ভাতিকানে পূণ্যপিতা পোপের নিকট পদত্যাগপত্র প্রদান করলে পোপ তা গ্রহণ করেন।
ভাতিকানের এই ঘোষণার পর চট্টগামের সকল সাধারণ খ্রিষ্টভক্ত, যাজক, ব্রাদার, সিস্টার ও মন্ডলীর সংশ্লিষ্টজনেরা কার্ডিনালের আত্মত্যাগী সেবাদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শ্রদ্ধেয় বিশপ বিজয় এন ডি’ক্রুজ ঢাকার আর্চবিশপ মনোনীত হওয়ায় দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রেসিডেন্ট মি. পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি মি. ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তাঁকে শুছেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।