শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে দেবোত্তর ভূমি পুনরুদ্ধারের দাবিতে প্রতিকী অনশন কর্মসূচি
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির দেবোত্তর ভূমি পুনরুদ্ধারের দাবিতে, মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ১৬ মার্চ (শুক্রবার) সকাল ১০টা-দুপুর ১টা পর্যন্ত মন্দিরের মেলাঙ্গনে এক প্রতিকী অনশন কর্ম সূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, মন্দিরের ২০ বিঘা দেবোত্তর ভূমির মধ্যে ১৪ বিঘাই বিভিন্ন সময়ে অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদেও সহযোগিতায় জালিয়াতির মাধ্যমে দখল করে নেয় ভূমি দস্যুরা।
অনশন কর্মসূচি পালিনকালে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া বলেন, ‘ঐতিহ্যবাহী এ মন্দিও রক্ষার জন্য আজ আমরা পথে নেমেছি। আমরা আশা করি অতি দ্রুত আমরা এ জমি ফিওে পাব।
তিনি আরো বলেন, ‘আর যেন সংখ্যালঘুদের জমি দখল না হয়। স্বাধীনতার পক্ষের শক্তিকে জাগ্রত হতে হবে।’
এ ভূমি উদ্ধারে সরকারসহ সকলের সহযোগিতা চেয়ে অনান্য বক্তারা বলেন, ‘ঢাকেশ্বরী মন্দিরের সম্পত্তি কেবলমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়েরই নয়, এটি একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী. প্রাচীন জাতীয় প্রতিষ্ঠান। দখলকৃত জমি পুনরুদ্ধারে কয়েক দশক ধরে মোকদ্দমা চালানো হলেও, আজ পযর্ন্ত তার কোনো সুরাহা হয়নি। তাই এর সংরক্ষণ ও উন্নয়নের দায়িত্ব রাষ্ট্রের।’ অনশন কর্মসূচিতে মন্দিরের ভূমি দখলকারীদেও আইনের আওতায় আনারও দাবি জানানো হয়।
অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দসহ বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, সহ্লÑসভাপতিবীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, যুন্ম-সম্পাদক সুব্রতহাজরা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মোহাম্মদপুর শাখার সভাপতি এ্যান্তন হালদার, সাধারন সম্পাদক পল্লব ডি’রোজারিও, মিরপুর শাখার সভাপতি স্বপন সরকার, বনানী শাখার সভাপতি সেবাস্টিয়ান বাড়ৈসহ অনান্য নেতৃবৃন্দ।