শিরোনাম :
তিন মাথার শিশুর শিশুর জন্ম দিনাজপুরে
দিনাজপুরে তিন মাথা বিশিষ্ট এক মেয়ে শিশুর জন্ম হয়েছে।
সোমবার দুপুরে শহরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়।
শিশুটির মায়ের নাম জয়নব বানু। তিনি জেলার পার্বতীপুর উপজেলার ফুলপাড়া গ্রামের দর্জি রিয়াজুল ইসলামের স্ত্রী।
নবজাতক শিশুটির বাবা রিয়াজুল ইসলাম জানান, গতকাল দুপুরে প্রসব বেদনা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন জয়নব বানুকে। সোমবার দুপুর ১২টার দিকে তিনি একটি মেয়ে সন্তানের জন্ম দেন। জন্মের পর দেখা যায় শিশুটি তিন মাথা আকৃতির, চোখ দুটো বড় বড়। তার ওজন তিন কেজি ৭শ গ্রাম। জম্মের পর থেকেই শিশুটি অসুস্থ।
শিশুটি বর্তমানে হাসপাতালের শিশু চিকিৎসক মো. ওয়াহেদ আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
তবে তিনি জানান, অদ্ভূত আকৃতির এই শিশুটি হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠবে।