ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৯ অক্টোবর ২০২৫
বাংলা : ১৪ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তুমিলিয়া ধর্মপল্লীর প্রতিপাল দীক্ষাগুরু সাধু যোহন এর পর্ব উদযাপন

তুমিলিয়া ধর্মপল্লীর প্রতিপাল দীক্ষাগুরু সাধু যোহন এর পর্ব উদযাপন

0
550

রিপন আব্রাহাম টলেন্টিনু।।

নভেনা প্রার্থনা, পাপস্কীকার সাক্রামেন্ত ও নিরামিশ ভোজ পালনসহ অন্যান্য আধ্যাত্মিক প্রস্ততির পর ২০ জুন, ২০২৫ উদযাপিত হলো ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত তুমিলিয়া ধর্মপল্লীর প্রতিপাল দীক্ষাগুরু সাধু যোহন এর পর্ব।

পর্বদিবসের পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ। এছাড়াও উপস্থিত ছিলো পালপুরোহিত ফাদার কুঞ্জন কুইয়াসহ পাশর্^বর্তী ধর্মপল্লীর পালপুরোহিতগণ, প্রায় ১০জন যাজক ও দুইজন ডিকন, বিভিন্ন সম্প্রদায়ের সিস্টার, ব্রাদার ও সেমিনারীয়ানসহ প্রায় ২০০০ হাজারের অধিক খ্রিস্টভক্ত।

পবিত্র শোভাযাত্রার মাধ্যমে পবিত্র খ্রিস্টযাগ শুরু হয় এবং দীক্ষাগুরু সাধু যোহন গুণাবলী স্মরণ করে নয়টি উজ্জ্বলিত প্রদীপ স্থাপন করা হয় সাধু যোহন এর চরণ তলে। দীক্ষাগুরু সাধু যোহন এর মূতিতে পুষ্পমাল্য প্রধান করেন বিশপ মহোদয়।

উপদেশে বিশপ সুব্রত বনিফাস গমেজ বলেন, “দীক্ষাগুরু সাধু যোহন তার জীবনদশায় সকল কিছু ছেড়ে মরুপ্রান্তরে পথে ঘাটে যীশুর আগমনের বাণী প্রচার করে গিয়েছেন অতি ন¤্র ও দরিদ্রবেশে। কিন্তু বর্তমান সময়ে আমরা নিজেদের ন¤্র করতে পারি না বরং নিজেদেরকে বড় করে ফুটিয়ে তোলতে গিয়ে অন্যায় ও পাপের পথগুলো বেছে নিচ্ছি। ”

তিনি আরও বলেন, দীক্ষাগুরু সাধু যোহন বিবাহের পবিত্রতা, মর্যাদা অটুট রাখতে গিয়ে এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার শিরোচ্ছেদ করা হয়েছে। এই জুবলী বছরে দীক্ষাগুরু সাধু যোহন এর জীবন ধন্য করার মধ্যদিয়ে আমরা আমাদের জীবন সুন্দর, পবিত্র, আধ্যাত্মিক, সত্যময় করে তুলতে পারি।”

পবিত্র খ্রিস্টযাগের পর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার কুঞ্জন কুইয়া খ্রিস্টভক্তদের, পর্ব উদ্যাপন কমিটি ও আগত ফাদার সিস্টারদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পর্বীয় শুভেচ্ছা কার্ড ও বিস্কুট ও শেষ আশির্বাদের মধ্য দিয়ে পর্বীয় খ্রিস্টযাগ সমাপ্ত হয়।।