শিরোনাম :
তুমিলিয়ায় মৃত্যুর পর জানা গেল করোনা পজেটিভ
ডিসি নিউজ || গাজীপুর
গাজীপুরের তুমিলিয়া গ্রামের রুবেন পালমা (৭৫) মারা যাবার ৫ দিন পর জানা গেল তিনি করোনা পজেটিভ। তিনি মারা গেলেন ৩ জুন। মৃত্যুর পর স্বাভাবিক নিয়মে তার অন্তষ্টিক্রিয়ার কাজ সম্পন্ন হয়েছে। তার মৃতদেহকে গোসল করানো হয়েছে। তিনদিনের নিরামিষ করা হয়েছে স্বাভাবিকভাবেই। তবে সেখানে শুধু তার নিকটাত্মীয়-স্বজনের উপস্থিত ছিলেন।
তুমিলিয়া গ্রামের যুবক জয়সেন কস্তা ডিসি নিউজকে বলেন, ‘রুবেন পালমা যেদিন মারা গেছেন, সেদিন সকালেই তিনি করোনা টেস্ট করাতে গিয়েছিলেন। ৮ জুন রিপোর্ট আসে। রিপোর্টে দেখা যায় তিনি করোনা পজেটিভ। এই খবর পাবার পর সকলের মাঝে বিরাজ করছিল চরম আতঙ্ক।’
উপজেলা স্বাস্থ্য অফিস থেকে রুবেন পালমার বাড়িসহ আত্মীয়স্বজনদের হোমকোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে।
জানা গেছে, রুবেন পালমার স্ট্রোক হলে পরিবারের সদস্যরা ঢাকার চারটি হাসপাতাল ঘুরেও তাকে কোথাও ভর্তি করাতে পারেননি। এর পর বিনাচিকিৎসায় তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। সকলের চোখের সামনে ভুগতে থাকা রুবেন পালমা ছয়দিন আগে প্রচন্ড গলা ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে মারা যান।
এই পর্যন্ত দেশে রুবেনসহ মোট চারজন খ্রিষ্টভক্ত করোনায় মারা গেছেন। ৫ মে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মহাখালীর অবসরপ্রাপ্ত পুরুষ নার্স অজিত কুমার চাকমা। তাঁর স্থায়ী নিবাস রাঙ্গামাটি জেলার সদরে। ১৮ মে করমতলা খ্রীষ্টিয়ান হাসপাতালের ম্যানেজার রাফায়েল বিশ্বাস মারা যান। সাভারের কমলাপুরের রনি গমেজও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ফাদার আলবাট রোজারিওর অনুরোধে একটি স্বেচ্ছাসেবী দল তার মৃতদেহ কবরস্থ করে।
দেশের বাইরে দুইজন বাংলাদেশি খ্রিষ্টভক্ত করোনায় মারা গেছেন। ১ এপ্রিল আমেরিকায় নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি খ্রিষ্টান নারী শিলা দেছা করোনায় মারা যান। তাঁর গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের হাসনাবাদে। ১১ মে নারায়ণগঞ্জের বিরোদ নিকোলাস চিরান মধ্যপ্রাচ্যের দুবাইয়ে করোনায় মারা যান।
অন্যদিকে, করোনা উপসর্গে মারা পাঁচ জন খ্রিষ্টভক্ত।
দেশে এই পর্যন্ত ৫০ জনেরও অধিক খ্রিষ্টভক্ত করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকে আক্রান্ত হলেও আক্রান্তের কথা গোপন রাখার প্রবনতা রয়েছে অনেকেরই।