ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তেঁজগাও চার্চে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য বিশেষ প্রার্থনা

তেঁজগাও চার্চে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য বিশেষ প্রার্থনা

0
969

আজ ১৬ মার্চ (শুক্রবার) ঢাকার তেজগাঁও হলি রোজারি চার্চে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রীষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে সকাল ১০ টায় নেপালের কাঠমন্ডুতে বিমান দুঘটনায় নিহতদের আত্মার কল্যাণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তেঁজাগাও চার্চের পাল-পুরোহিত কমল কোড়াইয়া বলেন, ‘যারা নিহত হয়েছে তাদের আত্মার কল্যাণ করি। যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি। প্রার্থনা করি তাদের পরিবারের জন্য। আমরা একে অন্যের আত্মার আত্মীয়, সবাই মানুষ। আমরা একে অন্যের পাশে দাঁড়াতে চাই, শুধু আবেগ অনুভূতি নিয়ে নয়, ভালবাসা নিয়ে থাকবো। আমরা প্রার্থনা করি সকলে যেন তাদের নিজেদের কাজের প্রতি দায়িত্বশীল হয়। যাতে অসাবধানতার কারণে কোনো জীবন আর বিপন্ন না হয়।

পরে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া বলেন, ‘আমরা তাদের সাথে শোকাহত।’

তিনি বলেন, ‘আমরা আশা করি সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে বিশেষ সাহায্য, সহযোগিতা প্রদান করা হয় এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলি রোজারি চার্চেও পাল-পুরোহিত কমল কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, সহ্লÑসভাপতি বীর মুক্তি যোদ্ধা জোনাস গমেজ, যুন্ম-সম্পাদক সুব্রত হাজরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেশ, সাহিত্য সম্পাদক ডানিয়েল শিকদার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মোহাম্মদপুর শাখার সভাপতি এ্যান্তন হালদার, সাধারন সম্পাদক পল্লব ডি. রোজারিও, মিরপুর শাখার সভাপতি স্বপন সরকার, বনানী শাখার সভাপতি সেবাস্টিন বাড়ৈসহ অনান্য নেত্রীবৃন্দ ও সাধারণ খ্রিষ্টভক্ত।