ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তেজগাঁও গির্জায় নিরাপত্তা বৃদ্ধি, স্থাপন করা হলো আর্চওয়ে

তেজগাঁও গির্জায় নিরাপত্তা বৃদ্ধি, স্থাপন করা হলো আর্চওয়ে

0
688
তেজগাঁও গির্জায় নিরাপত্তা বৃদ্ধি স্থাপন করা হলো আর্চওয়ে ডিসি নিউজ, ঢাকা:

|| ডিসি নিউজ, ঢাকা ||

রাজধানীর তেজগাঁও কাথলিক গির্জায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্প্রতি গির্জার প্রবেশ পথে স্থাপন করা হয়েছে আর্চওয়ে বা নিরাপত্তা দরজা। রাখা হয়েছে মেটাল ডিটেকটর। গির্জায় ২৪ ঘন্টার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মী।

তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার কমল কোড়াইয়া আজ ডিসি নিউজকে বলেন, ‘আমাদের বোঝার উপায় নেই কে কী মনোভাব নিয়ে গির্জায় আসছেন। এ ছাড়া শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন গির্জায় বোমা হামলার পর থেকেই আমাদের গির্জায় নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ গির্জায় আর্চওয়ে স্থাপন করা।’

তিনি আরো বলেন, ‘এই ঐতিহাসিক গির্জায় পোপ মহোদয় এসেছিলেন। ঢাকা শহরের কেন্দ্রস্থলে এটি অবস্থিত। এখানে খ্রিষ্টভক্তদের উপস্থিতির সংখ্যাও বেশি। তাই খ্রিষ্টভক্তদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। এ ছাড়া প্রশাসন থেকেও চাইছিলো যেন আর্চওয়ে লাগানো হয়।’

আরো পড়ুন: ঢাকা ক্রেডিট হতে সহজে গাড়ি ঋণ পাওয়ার উপায়

ফাদার কমল জানান, তেজগাঁও গির্জার প্যারিশ কাউন্সিলের সদস্যরা পালাক্রমে শনি ও রোববারে আর্চওয়ে তদারকির দায়িত্ব পালন করে থাকেন। আর্চওয়ের ক্রয়ের জন্য কয়েকজন কাথলিক অর্থায়ন করেছেন।

নিরাপত্তাকর্মী দিয়ে ঢাকা ক্রেডিটের সাহায্য

ফাদার কমল কোড়াইয়া দেশের সর্ববৃহৎ সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটকে কৃতজ্ঞতা জানান। তিনি ডিসিনিউজকে বলেন, ‘ঢাকা ক্রেডিট বিগত চার মাস ধরে প্রতি আটঘন্টায় তিনজন করে নিরাপত্তা কর্মী দিয়ে আমাদের গির্জায় ২৪ ঘন্টা নিরাপত্তা দিচ্ছে। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ, সেক্রেটারি পংজক গিলবার্ট কস্তা ও অন্যান্য কর্মকর্তাদের কতজ্ঞতা জানাই।’

ফাদার জানান, ঢাকা ক্রেডিটের গার্ডরা নিরাপত্তায় নিয়োজিত হওয়ার পর থেকে গির্জার গেইটের বাইরে অপ্রয়োজনীয় লোকদের আনাগোণা ও আড্ডা কমেছে এবং গির্জার বাহিরে প্রচীরের পাশে লোকদের প্রসাব করা বন্ধ হয়েছে।

খ্রিষ্টভক্তদের প্রতি ফাদারের অনুরোধ

‘উপাসনায় যারা আসবেন, তারা যেন নিজেরা সাবধান থাকেন। গির্জায় বসে খেয়াল করতে হবে আশেপাশে কে বসেছেন, সন্দেহজনক কাউকে দেখলে আমরা যেন সেটা পুলিশকে জানাই। এ ছাড়া গির্জায় যেন কেউ বড় ব্যাগ না নিয়ে আসেন, ’ অনুরোধ ফাদার কমলের।

প্রতি রোববার তেজগাঁও গির্জায় প্রায় দশ হাজার খ্রিষ্টভক্ত উপস্থিত হন সৃষ্টিকর্তার আরাধনা করতে। তেজগাঁও গির্জার অধীনে রোববার ২১টি খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। এই গির্জার কেন্দ্র বা উপধর্মপল্লীগুলো হলো: নয়ানগর, বনানী সেমিনারীর গির্জা, খিলক্ষেত, মনিপুড়িপাড়া ও উত্তরা।

ছবি: শমিত ক্রুজ

এসসি/আরপি/০৭/২০১৯

আরো পড়ুন:

সফল রেন্ট-এ কার ব্যবসায়ী আলফ্রেডের গল্প

টিনের ঘর থেকে অট্টালিকা

ঘরে বসে অনলাইনে আয় করছেন খ্রীষ্টিনা

খেলাপী ঋণের অসুবিধা