শিরোনাম :
থানার সহযোগিতা না পাওয়ার অভিযোগ পরিবারের
ডিসি নিউজ:
বাউল শিল্পী সুবাস রোজারিওর নিখোঁজের ঘটনায় থানা থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। সুবাসের ভাই লুইস রোজারিও ডিসি নিউজকে দুঃখের সাথে বলেন, ‘আমার ভাইকে খোঁজার ব্যপারে আমি চাটমোহর থানায় একটি এজাহার করতে গেলাম, সেখানে এজাহার গ্রহণ করল না, থানার ওসি বড়াইগ্রাম থানায় যেতে বললেন। বড়াইগ্রাম গেলাম, সেখানকার ওসি বললেন চাটমোহর থানায় যেতে। থানার পুলিশ আমাকে সহযোগিতা করছে না।’
তাঁর ভাই সুবাস অপহরণের শিকার হয়েছেন দাবী করে তিনি আরো বলেন, ‘আমি আমার ভাইকে বাঁচাতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমি সহযোগিতা পাচ্ছি না। তাই আমি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।’
তিনি জানান, তার ভাই নিখোঁজের পর থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। এক জায়গা থেকে কথিত অপহরণকারীরা তাকে ফোন দিয়ে ৯০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তারা সেখান থেকে কিছু টাকাও মোবাইলে পাঠয়েছেন। কিন্তু সেই ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
সুবাস ২৪ সেপ্টেম্বর থেকে নিখোঁজ আছেন। এরপর থেকেই তার পরিবারের সদস্যরা দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন পার করছেন। তারা সরকার ও খ্রিষ্টান নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছেন যেন তাদের পরিবারের সদস্য সুবাস রোজারিওকে সুস্থাবস্থায় ফিরে পেতে পারেন।
পাবনার চাটমোহর থানার ওসি শেখ মোহাম্মদ নাসির ডিসি নিউজকে বলেন, ‘আমরা জিডি নিয়েছি। ইতিমধ্যে সুবাসকে খোঁজা শুরুও করেছি। মামলা করতে হলে সেটা বড়াইগ্রাম থানাতেই করতে হবে।’
তিনি আরো বলেন, ‘শুধু চাটমোহর থানা না, বড়াইগ্রাম এবং গাজীপুর থানার পুলিশও সুবাসের বিষয়ে অনুসন্ধানে নেমেছে। অপহরণকারীরা যেসব মোবাইল থেকে ফোন করেছে সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে।’
প্রসঙ্গত, গতকাল একটি মোবাইল থেকে চাটমোহর থানার ওসিকে কথিত রিপন বড়ুয়া নামে একজন ব্যক্তি ফোন করে জানায় যে, সুবাস রোজারিওকে দিনাজপুর পাওয়া গেছে। পরে জানা যায় বিষয়টি মিথ্যা।
































































