শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় ফাদার নিহত
ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একজন ফাদারকে হত্যা করা হয়েছে। তিনি অবলেটস মেরী অব ইম্মাকুলেট সম্প্রদায়ের ফাদার যোসেফ জেফ হল্যান্ডার্স। ১২ জানুয়ারি রাতে ডাকাত দল তাঁকে হত্যা করে। তাঁর হত্যাকান্ডের পর থেকেই স্থানীয় পুলিশ তদন্তে নেমেছে।
অবলেটস মেরী অব ইম্মাকুলেট সম্প্রদায়ে প্রভিনশিয়াল ফাদার ড্যানিয়েল কোরিয়ান এক বিবৃতিতে বলেন, ‘এই ঘটনা আমাদেরকে গভীরভাবে মর্মাহত করেছে। জেফকে হাত-পা বেঁধে এবং গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছেছিল ডাকাতদল। যে ব্যক্তি তার পুরো জীবনকে তার মানুষের কল্যাণে নিবেদন করেছিল তার পক্ষে এক ভয়াবহ মৃত্যু।’
আর্চবিশপ ফালানার মতে, ডাকাতদের ভুল তথ্য দেওয়া হয়েছিলো। প্রত্যেকেরই জানা আছে যে তার কোনো টাকা নেই। তিনি দরিদ্র মানুষের সেবা করেছেন। তিনি প্রত্যেকটি টাকা জনগণের জন্য ব্যবহার করেছিলেন। তাঁর যা কিছু ছিল সবই তিনি দান করে দিয়েছিলেন”। বিশপের মতে, ধর্মীয় সম্প্রদায়টি প্রচন্ড আঘাত পেয়েছে।
ফাদার যোসেফ জেফ হল্যান্ডার্সের জন্ম ৪ মার্চ, ১৯৩৭ খ্রিষ্টাব্দে বেলজিয়ামে। ১৯৫৮ সালের ৮ সেপ্টেম্বর অবলেট হিসাবে তিনি প্রথম ব্রত গ্রহণ করেন। ১৯৬৩ সালের ২৬ ডিসেম্বর পুরোহিত নিযুক্ত হন। তিনি ৩১ জানুয়ারি, ১৯৬৫ সালে দক্ষিণ আফ্রিকা যান।
৫৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকার উত্তর পশ্চিম প্রদেশের সোসানা-ভাষী অঞ্চলে একজন নিবেদিত এবং বিশ্বস্ত মিশনারী হিসেবে কাজ করেছেন। তিনি নতুন খ্রিষ্টান সম্প্রাদায়ের অন্তুভুক্ত হওয়ার জন্য দীক্ষাস্নান প্রদান করতে পছন্দ করতেন, খ্রিষ্টানদের সংখ্যা বেশি হওয়ার কারণে ক্লার্কসড্রপে নতুন ধর্মপ্রদেশ হিসেবে গড়ে উঠেছে।
ফাদার হল্যান্ডার্সের শেষকৃত্য বুধবার ২২ জানুয়ারি সকাল ১০ টায়, ক্লার্কসড্রপের ক্যাথিড্রালে অনুষ্ঠিত হবে ।
গত বছর ২৯ জন মিশনারী নিহত হয়েছেন