শিরোনাম :
দড়িপাড়া খ্রীষ্টান ক্রেডিট ইউনিয়ন’র ২০তম বার্ষিক সাধারণ সভা
৮ নভেম্বর, কালিগঞ্জের দড়িপাড়া সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল প্রাঙ্গণে সমিতির সদস্যদের উপস্থিতিতে ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
দড়িপাড়া ক্রেডিট ইউনিয়নের সভাপতি ডেনিস আলেকজান্ডার কস্তা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি সোহেল থিউটনিয়াস রোজারিও’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটন খ্রিস্টান কো- অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। ।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার কাজল পিউরীফিকেশন, পাল পুরোহিত, দড়িপাড়া ধর্মপল্লী, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিমিটেড এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, দি মেট্রোপলিটন খ্রিস্টান কো- অপারেটিভ হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, তুমিলিয়া ক্রেডিটের প্রেসিডেন্ট রিংকু লরেন্স গমেজ সহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ ।
বার্ষিক সাধারণ সভার শুরুতে সভাপতি ডেনিস আলেকজান্ডার কস্তা উপস্থিত সদস্য এবং অতিথিদের সমবায়ী শুভেচ্ছা জানিয়ে বিগত এক বছরের অর্জনগুলো তুলে ধরেন।
তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, ‘ দড়িপাড়া ক্রেডিটের অর্থনৈতিক অবস্থাকে সচল রাখতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। দেশের পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে সমিতির অনিয়মিত সদস্যদের হার আরো কমিয়ে আনার চেষ্টা করছি। আমরা স্বচ্ছতা ও মিতব্যয়ীতার সাথে ক্রেডিটের কার্যক্রম পরিচালনা করে এই অর্থ বছরে সদস্যদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ৫%, লভ্যাংশ ৩% এবং রিবেট ২৫% প্রস্তাব রাখছি।
প্রধান অতিথি হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন তার বক্তব্যে বলেন,‘ সমিতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনাদের যে আন্তরিক প্রচেষ্টা আমি তার সাধুবাদ জানাই। সেই সাথে সমিতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সদস্যদের ও অনেক দায়বদ্ধতা রয়েছে। তাদেরকে সমিতিমুখি করে গড়ে তুলতে হবে সেই সাথে ঋণ খেলাপী কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ আমাদের জীবন মান উন্নয়নের জন্য সমবায়ের বিকল্প নেই।
আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য যা অপরিহার্য। আমাদের দেশের অনেক সমিতি রয়েছে যারা শুধুমাত্র ঋণ খেলাপির জন্য আজ হারিয়ে যাওয়ার পথে। এখন আমাদের সময় এসেছে টেকসই এবং দৃশ্যমান বিনিয়োগ করা এবং একই সাথে কর্মসংস্থান সৃষ্টি করা।
দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিমিটেড এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা তার বক্তব্যে বলেন , ঋণ খেলাপি আমাদের সমিতি গুলোতে ক্যান্সারের মত ছড়িয়ে গিয়েছে। আমরা যদি এখনই সচেতন না হই তাহলে বর্তমানে যে ৫০ হাজার সমিতি রয়েছে একটা সময় তাদের টিকে থাকা হুমকির মধ্যে পড়বে । প্রয়োজনে আমরা সব ক্রেডিট ইউনিয়ন মিলে যদি আমাদের যুব সমাজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আমাদের সমাজ বদলাবে, দেশ বদলাবে।’
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ তার বক্তব্যে বলেন,‘ বর্তমানে আমাদের সমিতিগুলোর বড় চ্যালেঞ্জ ঋণ খেলাপী আদায়। আমাদের ঋণ প্রদানে এবং সঠিক তথ্য যাচাইকরণে আরো দক্ষ হতে হবে। সদস্যদেরকে সঞ্চয়মুখি মনোভাব গড়ে তুলতে হবে। বর্তমানে আমাদের সমিতি গুলো নিয়ে যে প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে তাদের প্রতিহত করতে হবে। সকলকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে একত্রিত থাকতে হবে।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা, বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদের কার্যক্রম প্রতিবেদন পাঠ ও অনুমোদন, আর্থিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, প্রস্তাবিত বাজেট পর্যালোচনা ও অনুমোদনসহ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়।