শিরোনাম :
দিনাজপুরে খ্রিষ্টীয় মূল্যবোধ গঠন ও জ্ঞানার্জনে মাধ্যমিকোত্তর গঠন প্রশিক্ষণ
‘যুব শ্রেণি, বিশ^াস ও জীবনাহ্বান নির্ণয়’ মূলসুরকে কেন্দ্র করে দিনাজপুর ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে ১৫-২০ মার্চ, এ বছরের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছেলেদের মাধ্যমিকোত্তর গঠন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১৫ মার্চ, দিনাজপুরের লালুপাড়া, মাতাসাগরে মান্ডলিক পালকীয় গঠন কেন্দ্র দিনাজপুরের যুব সমন্বয়কারী ফাদার জাখারিয়াস মার্ডীর সভাপতিত্বে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে ১৭টি ধর্মপল্লী থেকে মোট ১৩৮ জন ছাত্র অংশগ্রহণ করে।
প্রশিক্ষণে ‘যুব কার্যক্রম’ বিষয়ে সেশন দেন জাতীয় যুব কমিশনের সিষ্টার রোজলিন, ‘কর্মমূখী শিক্ষা’ বিষয়ে কারিতাস কর্মী রবি মার্ডী, পারিবারিক ও সামাজিক জীবন এবং যুব সমস্যা বিষয়ে রিচার্ড কস্তা ও ফাদার মার্কুশ মুর্মু, মন্ডলীতে যুবাদের অংশগ্রহণ এবং জীবন আহ্বান বিষয়ে সেশন দেন ফাদার এমিল এক্কা ও ব্রাদার সুমন গমেজ সিএসসি। এছাড়াও প্রশিক্ষণের সার্বিক পর্যবেক্ষণ করেন ফাদার আশিষ রুনিয়া।
১৭ মার্চ, দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু পবিত্র খ্রিষ্টযাগ উৎস্বর্গ করেন। তিনি খ্রিষ্টযাগে অংশগ্রহণকারীদের বলেন, ‘যিশুর শিক্ষা ও মূল্যবোধে জীবন যাপনই হলে প্রকৃত শিক্ষা।’
২০ মার্চ, সকালে ৬দিনের প্রশিক্ষণ শেষ হয়।
আরবি.আরপি.২১ মার্চ, ২০১৮