ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দিনাজপুরে বিসিএসএম ও ওয়াইসিএসের শিক্ষা সেমিনার

দিনাজপুরে বিসিএসএম ও ওয়াইসিএসের শিক্ষা সেমিনার

0
414

‘আমরা একে অন্যকে উৎসাহ প্রদান করি এবং প্রভুর পথে এগিয়ে চলি’ মুলসুরে দিনাজপুর ধর্মপ্রদেশের ক্যাথিড্রালর ধর্মপল্লীর বিসিএসএম ইউনিট কর্তৃক আয়োজিত সেন্ট ফিলিপস বোর্ডিংয়ে দিনব্যাপি একটি শিক্ষা সেমিনার ও ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয়ে চিত্রাংকন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

৮ জুন, সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয়।এতে ধর্মপল্লীর বিসিএসএম ও ওয়াইসিএসের মোট ৭০জন ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ করে।

ক্যাথিড্রাল ধর্মপল্লীর পালপুরোহিত সিলাশ কুজুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিমে সম্প্রদায়ের ফাদার আদল্পো লিম্পেরিও, দিনাজপুর ওয়াইডব্লিউসিএর পরিচালিকা স্বপ্না তপ্ন, ক্যাথিড্রালের বিসিএসএম এর প্রাক্তন প্রতিনিধি বিপ্লব তপ্ন, ওয়ার্ল্ড ভিশন বিরল এডিপি ম্যানেজার শিশির রোজারিওসহ দিনাজপুর ধর্মপ্রদেশ বিসিএসএমের বর্তমান প্রতিনিধি ও অন্যান্য অতিথিগণ।

তারা প্রত্যেকে বিসিএসএম অতীত পথপরিক্রমা, ছাত্র-ছাত্রীদের বর্তমান চ্যালেঞ্জ ও মোকাবিলা, এনিমেটরদের দায়িত্ব ও কর্তব্য, মন্ডলীর সাথে ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ততা ও খ্রিস্টিয় মূল্যোবোধে গঠন ইত্যাদি বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে ফাদার আদল্পো লিম্পেরিও ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘ছাত্র–ছাত্রী হিসেবে প্রত্যেকের উচিত নিয়মিত বাইবেল পাঠ করা ও ছোট ছোট সেবা কাজের মাধ্যমে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে।’

এ সময় অতিথিদের বিসিএসএম ও ওয়াইসিএসের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।

শেষে ছাত্র-ছাত্রীদের চিত্রাংকনগুলো মূল্যায়ন করে পুরস্কার প্রদান করেন অতিথিরা।

আরবি.আরপি. ৯ জুন ২০১৮