ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দিয়াং-এ মা-মারীয়ার তীর্থ উৎসব

দিয়াং-এ মা-মারীয়ার তীর্থ উৎসব

0
2111

ডিসিনিউজ ডেক্স ॥ ঢাকা

চট্টগ্রামের দিয়াং এর মরিয়ম আশ্রমে মা-মারীয়ার তীর্থ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি।

প্রতি বছরের ন্যায় এই বছরও চট্টগ্রাম মহাধর্মপ্রদেশ মা-মারীয়ার তীর্থ উৎসবের মূলভাব হিসেবে নির্ধারণ করেছেন, “খ্রিষ্টীয় পরিচয়ে মা মারীয়া আমাদের সহায়।” আপনার সকলে মা-মারীয়ার তীর্থে যোগদান করে মা-মারীয়ার প্রতি বিশেষ প্রার্থনা, ভক্তি, মানত ও উদ্দেশ্য নিবেদন করে এবং পর্বকর্তা হয়ে নিজের পরিবারের শান্তি ও কল্যাণের জন্য বিশেষ খ্রিষ্টযাগে অংশ গ্রহণ করতে পারেন।

১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪টায় পবিত্র খ্রিষ্টযাগ এবং রাত সাড়ে ৮টায় রয়েছে পবিত্র সাক্রামেন্থের আরাধনা, নিরাময় ও পুনর্মিলন অনুষ্ঠান। রাত ৯টায় রয়েছে মা-মারীয়ার প্রতি ভক্তি অনুষ্ঠান, শোভাযাত্রা ও রোজারী মালা প্রার্থনা। পর্বীয় মহা-খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ৯টায়।

যারা দূর-দূরান্ত থেকে আগের দিন আসতে চান তাদের জন্য ৩০ টাকা শুভেচ্ছা মূল্য প্রদান করে দুপুর, রাতের আহার করতে পারেন। সেই সাথে থাকার সু-ব্যবস্থা রয়েছে। যারা আগের দিন যেতে চান এবং থাকা- খাওয়ার সু-ব্যবস্থা গ্রহণ করতে চান তারা তীর্থ কমিটির সমন্বয়কারী ব্রাদার রিংকু লরেন্স কস্তা সিএসসি এবং ব্রাদার লিনুস রোজারিও সিএসসি’র সাথে-০১৭৪৯৪১৪৬৮০, ০১৭৩২০৭৩১১৬ নম্বরে যোগাযোগ করতে পারেন।