ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৮ অক্টোবর ২০২৫
বাংলা : ১৩ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(বিসিসিইউএল)’র ঢাকা ক্রেডিট পরিদর্শন

দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(বিসিসিইউএল)’র ঢাকা ক্রেডিট পরিদর্শন

0
615

ডিসিনিউজ।।ঢাকা

দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ একটি সমবায় প্রতিষ্ঠান। এটি চট্টগ্রাম রাউজানস্থ কদলপুরে বৌদ্ধদের আত্মসামাজিক উন্নয়নে প্রতিষ্ঠিত বিসিসিইউএল নামেই বেশি পরিচিত। এর প্রতিষ্ঠাতা ভদন্ত শাসনরক্ষিত ভিক্ষু মহোদয়। ১৯৯৭ সালের ২ ফেব্রয়ারি মাত্র ২১ জন সদস্য নিয়ে এই সমবায় সমিতির যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ২৬ হাজার ।

২১ জুন বিকাল ৫টায় দি বুড্ডিস্ট কো-অপারেটিভের নেতৃবৃন্দ ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও ও বিপুল টি গমেজের নেতৃত্বে পরিদর্শনকালে ঢাকা ক্রেডিটের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মীদের সাথে সাক্ষাৎ করেন। পরিদর্শন শেষে ঢাকা ক্রেডিটের ডানিয়েল কোড়াইয়া সভাকক্ষে দি বুড্ডিস্ট কো-অপারেটিভের নেতৃবৃন্দ এক আলোচনা সভায় অংশ নেয়।

এদিন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দি বুড্ডিস্ট কো-অপারেটিভের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভদন্ত শাসনরক্ষিত ভিক্ষু, ভাইস চেয়ারম্যান অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, সেক্রেটারি বাবু রনধীর বড়ুয়া, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর নিরাপদ হালদার, স্টেলা হাজরাসহ ক্রেডিট কমিটি এবং সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ।
সভায় বক্তারা ঢাকা ক্রেডিটের বিভিন্ন কার্যক্রম দেখে প্রশংসা করেন এবং বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে সম্মিলিতভাবে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, আমাদের সমবায় সমিতিগুলোর মধ্যে একতা জোড়দার করতে হবে। ঢাকা ক্রেডিটের মত শীর্ষস্থানীয় সমিতির এত বিশাল কর্মযজ্ঞ থেকে অনেক কিছুই শেখার আছে। আমরা আশা করি বৃহত্তর স্বার্থে আমরা ভবিষ্যতে হাতে হাত রেখে কাজ করবো।

এ সময় বুড্ডিস্ট কো-অপারেটিভের নেতৃবৃন্দ ঢাকা ক্রেডিটের মেগা প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লি: প্রতিষ্ঠা করার জন্য ধন্যবাদ জানান। সেই সাথে এই হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

পরবর্তীতে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লি:, এর সাথে দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(বিসিসিইউএল)’র সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

হাসপাতালটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডিভাইন মার্সি হাসপাতালের চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। বিসিসিইউএল’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চেয়ারম্যান ভদন্ত শাসনরক্ষিত ভিক্ষু।