ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দুর্গাপুরে রেমন্ড আরেংকে সংবর্ধনা

দুর্গাপুরে রেমন্ড আরেংকে সংবর্ধনা

0
315

রাজেশ গৌড়:

নেত্রকোনার দুর্গাপুরে এলাকার কৃতিসন্তান আওয়ামীলীগের নির্বাহী সদস্য রেমন্ড আরেং ওয়াইএমসিএ এর এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স‘র সহ:সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধিত করা হয়েছে। বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী মিলনায়তনে শুক্রবার দুপুরে এ সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে বিরিশিরি ইয়াং ম্যান খ্রিষ্টান এসোসিয়েশান (ওয়াইএমসিএ) এর আয়োজনে প্রতিষ্ঠানের সভাপতি মনতোষ রিছিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা গ্রহন করেন রেমন্ড আরেং। অন্যদের মধ্যে আলোচনা করেন, জিবিসি এর সাধারণ সম্পাদক মৃনাল কান্তী সাংমা, আদিবাসী নেতা পাঃ জেমন্স রুরাম, সাধারণ সম্পাদক ওয়াইএমসিএ লুদিয়া রুমা সাংমা, এএসপি মি. শামুয়েল সাংমা, আদিবাসী গবেষক রেভাঃ মনিন্দ্র নাথ মারাক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর পরিচালক শরদিন্দু সরকার, ওয়াইএমসিএ‘র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মি. নিপুন সাংমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যেকোনো কাজে সৎ ইচ্ছা ও মনোবল থাকলে যে কেউ তার কাজের সফলতা পাবে ঠিক তাঁরই প্রতিচ্ছবি হলো আমাদের দুর্গাপুরের কৃতি সন্তান রেমন্ড আরেং। তাঁর সৎ ইচ্ছা আর সততার কারণে তিনি আজ ওয়াইএমসিএ এর এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স’র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর জন্য সবাই প্রার্থনা করবেন সে যেনো সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে।
সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়। (পূর্বকণ্ঠ)