শিরোনাম :
দেশে প্রথম সমবায় সমিতি হিসেবে এটিএম সার্ভিস চালু করলো ঢাকা ক্রেডিট
ডিসিনিউজ:
দেশের সমবায় আন্দোলনের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)। দেশে প্রথম কোনো সমবায় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা ক্রেডিট আজ (১১ ডিসেম্বর) উদ্বোধন করেছে ছয়টি এটিএম বুথ। সমিতিটির প্রধান কার্যালয় পূর্ব তেজতুরীবাজারের কার্যালয়ের এটিএম বুথটির শুভ উদ্বোধন করেন সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। রাজধানীর নদ্দা, মিরপুর, মনিপড়ীপাড়া, সাধনপাড়া ও তেজগাঁও এলাকায় আরো ছয়টি এটিএম বুথ একই দিনে উদ্বোধন করা হয়। এগুলোসহ সমিতির কর্ম এলাকায় পর্যায় ক্রমে মোট দশটি এটিএম বুথ চালু থাকবে।
উদ্বোধনকালে সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘আজ ঢাকা ক্রেডিট নতুন সময়ে প্রবেশ করলো। এটিএম কার্ড দিয়ে সদস্যরা ২৪ ঘন্টা সপ্তাহের সাতদিন টাকা উত্তোলন করতে পারবেন। নগদ টাকা বহন করার প্রয়োজন হবে না। অফিসে এসে কাউন্টারে ভিড় করতে হবে না। এটিএম সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হলো।’ তিনি জানান, এখন থেকে ডেভিট কার্ডই সমিতির আইডি কার্ড হিসেবে ব্যবহার করা যাবে। তাঁর ওপর সদস্যদের আস্থা রাখান জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
সমিতির প্রধান কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এটিএম সেবা উদ্বোধনের সময় তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুব্রত বনিফাস গমেজ প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র জল ছিটিয়ে এটিএম বুথ আশীর্বাদ করেন। সাথে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট হিউবার্ট গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, প্রাক্তন সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া প্রমুখ।
অনুষ্ঠানের ভিডিও দেখতে ক্লিক করুন: এটিএম বুথ উদ্বোধন
একই সময় ঢাকা ক্রেডিটের সাধন পাড়াস্থ এটিএম বুথ উদ্বোধন করা হয়। সেখানে উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, রাজাবাজার কল্যাণ সমিতির চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সহধর্মিনী মার্সিয়া মিলি গমেজ, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর জন নিলু চাম্মুগং, তেজগাঁও চার্চের সহকারী পাল-পুরোহিত রিপন গমেজ, ক্রেডিট কমিটির সদস্য রঞ্জন ডমিনিক গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য প্যাট্রিশিয়া পাপড়ী আরেংসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মিরপুর সেবা কেন্দ্রে এটিএম বুথ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, ফাদার প্রশান্ত টি রিবেরু, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট প্রদীপ বিশ্বাস, সমিতির উপদেষ্টা রবার্ট ক্রুজ, ঢাকা বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান প্রদীপ বিশ্বাস প্রমুখ।
[wp1s id=”10888″]
নদ্দা সরকারবাড়ীতে অবস্থিত ঢাকা ক্রেডিটের সুনীলা ভবনে এটিএম বুথ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর আলবার্ট আশিস প্রদীপ , সুপারভাইজরি কমিটির সদস্য মানিক লরেন্স রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য প্রত্যেশ রাংসা, ফাদার ব্রায়েন চঞ্চল গমেজ, রাজধানী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান কমল বাড়ৈসহ আরো অনেকে।
মনিপুড়ীপাড়া সেবা কেন্দ্রের এটিএম বুথ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, ডিরেক্ট আনন্দ ফিলিপ পালমাসহ আরো অনেকে।
ফার্মগেটের সেন্ট জন ভিয়ানী হাসপাতাল প্রাঙ্গণেও ঢাকা ক্রেডিটের একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর আগষ্টিন প্রতাপ গমেজ, সেন্ট জন ভিয়ানী হাসপাতালের নির্বাহী পরিচালক ফাদার কমল কোড়াইয়াসহ আরো অনেকে।
প্রসঙ্গত, যারা সমিতির সদস্য, তাঁরা তাঁদের সঞ্চয়ী হিসাবের সঞ্চিত অর্থ ডেবিট কার্ড দিয়ে দিনের যেকোনো সময় উত্তোলন করতে পারবেন। ডেবিট কার্ড দিয়ে ২৪ ঘন্টা টাকা উত্তোলনসহ সংক্ষিপ্ত বিবৃত্তি প্রাপ্তি, বিভিন্ন সঞ্চয়ী হিসাবের তথ্য জানা ও সঞ্চয়ী হিসাব থেকে টাকা ট্রান্সফার করার সুবিধা পাবেন সদস্যরা। ঢাকা ক্রেডিটের ডেভিট কার্ড পেতে হলে সমিতির সদস্য হতে হবে। যারা ইতিমধ্যে সদস্য হয়েছেন তাদের সমিতি থেকে ফরম সংগ্রহ করে তা পূরণ করে ছবিসহ জমা দিতে হবে। এক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে ডেভিট কার্ড।
এটিএম বুথ উদ্বোধনকালে প্রতিটি সেন্টারে সমিতির সদস্য, উপদেষ্টা ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থেকে পদক্ষেপটির ভূয়সী প্রশংসা করেন এবং সমবায়ে একটি মাইল ফল হিসেবে উল্লেখ করেন।