শিরোনাম :
দড়িপাড়াতে শুরু হলো শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮
মানবীয় মূল্যবোধ ও যুব নেতৃত্ব বিকাশের পাশাপাশি যুব সমাজে শিক্ষা ও সংস্কৃতি বিকাশের লক্ষে প্রতি বছরের মতো এবারো দড়িপাড়া ডন্ বস্কো ক্লাব আয়োজন করেছে ২২তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮।
দড়িপাড়া সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ১৩ জুন (বুধবার) সকাল সাড়ে ১১টায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
দড়িপাড়া মিশন কেন্দ্রীয় যুব সংঘের সভাপতি এবং দড়িপাড়া ডন্ বস্কো ক্লাবের প্রাক্তন সভাপতি সোহেল থিউটোনিয়াস রোজারিও’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দড়িপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত অমল ডি’ক্রুশ। আরো উপস্থিত ছিলেন ডন্ বস্কো ক্লাবের সভাপতি তন্ময় আই গমেজ, সাধারণ স¤পাদক আশীষ জে. কোড়াইয়াসহ প্রাক্তন সভাপতিবৃন্দ।
শিশু থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।
৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে আবৃতি, অংকন, উপস্থিত বক্তৃতা, হাতের লেখা, গল্প বলা, একক অভিনয়, ছড়া গান, রবীন্দ্র সঙ্গীত, পল্লী গীতি, আধুনিক গান, যন্ত্রসঙ্গীত, দেশাত্মবোধক গান, নজরুল গীতি, লালন গীতি, উচ্চাঙ্গ সঙ্গীত, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য ও ফ্যাশন শোতে প্রতিযোগীরা অংশ নিয়েছে।
১৫ জুন সন্ধ্যায় দড়িপাড়া ধর্মপল্লীর ২০১৮ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি (২০১৭) পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছে তাদের ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।
১৭ জুন (রবিবার) বিকেল সাড়ে ৩টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আরবি.আরপি. ১৪ জুন ২০১৮